পাগল

শহরের বুকে বিষণ্ন প্রহর,
উপরে নীল আকাশ।
ছেড়া কাপড়ে অতি মলিন,
জ্যান্ত ভুখা লাশ।

বাসি খাবার একটু পানি,
জোটেনি একটু তার।
মানুষ হয়ে মানুষের প্রতি,
এ কেমন ব্যবহার !!

তার চোখের আর্তনাদ গুলি,
দেখেনি কেউতো চেয়ে।
সহায়তার দুটি হাত,
কেউ দেয়নি বাড়িয়ে।

অবহেলায় আর অনাদরে
কাটছে তার জীবন।
স্বার্থের এই পৃথিবীটায়
কেউ হয়নি তার আপন !!!

কেউ কেউ তারে মারে ঢিল,
কেউ মারে ছুড়ে ইট।
কখনো কখনো কেটে যায় তার,
কালো নাঙ্গা পিঠ।

সবাই তারে দূর ছাই করে,
একটুতে করে আঘাত।
রাস্তার পাশে ঠাই হয় তার,
হোক দিন কি রাত !!

বিত্তবানেরা কুকুর পোষে,
খাতির যত্নের নাই শেষ।
তাদের জন্য কত আয়োজন,
কত উন্নত পরিবেশ!!

পশু প্রেম সেটা ভালো,
এই পাগলটাও তো মানুষ !!
যদি কোনদিন তোমার অবস্থা হয়,
এমন দোষে দোষ।

পশুপ্রেমে দেখাও তুমি,
সর্বোৎকৃষ্ট মানবতা।
পড়তে ব্যর্থ এই পাগলের চোখে
বিষণ্ন ভরা আকুলতা।

আরো কত অনিয়ম আর
পাপে ভরা এ সমাজ।
মানবতা সর্বত্র পদে পদে
ভূলুণ্ঠিত আজ।

15 thoughts on “পাগল

  1. মানবতা সর্বত্র পদে পদে
    ভুলূণ্ঠিত আজ ।

     

    * মানবতার পরাজয়!

    ভালো থাকুন কবি।

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
      ভালো থাকবেন সবসময়।

  2. শুভ সকাল মি. ইসিয়াক। শব্দনীড়কে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    সম্প্রতি আপনার বেশ কিছু লিখা সামাজিক যোগাযোগের মাধ্যমের সূত্র ধরে পড়ার সুযোগ হয়েছে আমার। আমি আনন্দিত যে আপনি আছেন আমাদের মাঝে। একাধিক জায়গায় সময় দিতে গেলে সতীর্থ বন্ধুদের পঠন-পছন্দ বা পালস্ বুঝতে কিছুটা সময় লাগবে স্বাভাবিক। প্রত্যাশা থাকবে শব্দনীড় হবে আপনার পছন্দের অন্যতম জায়গা।

    1. প্রিয় শ্রদ্ধেয় আপনি আমার লেখা অন্যত্র পড়েছেন । এজন্য যার পর নাই কৃতজ্ঞা জ্ঞাপন করছি।
      আমি আপনাদের মাঝে থাকবো বলেই এসেছি । আশা করি পাশে থাকবেন ।
      শুভকামনা রইলো ।

  3. অবহেলায় আর অনাদরে কাটছে তার জীবন।
    স্বার্থের এই পৃথিবীটায় কেউ হয়নি তার আপন।

    জীবন এমনই। শুভেচ্ছা নিন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনায় প্রীত হলাম ।
      আপনার আগামী দিনগুলি ভালো কাটুক ।

  4. আরো কত অনিয়ম আর
    পাপে ভরা এ সমাজ।
    মানবতা সর্বত্র পদে পদে
    ভূলুণ্ঠিত আজ।

    সত্য।

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
      ভালো থাকবেন সবসময়।

  5. বাসি খাবার একটু পানি,
    জোটেনি একটু তার।
    মানুষ হয়ে মানুষের প্রতি,
    এ কেমন ব্যবহার !!

    আমাদের স্বভাব! সত্যি আমরা খুবই স্বার্থপর।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।