আমি

ঘর যখন দূরে সরে যায়
আমার মনের বারান্দা থেকে,
তুমি বোঝ নাই
তোমার মনে তখনো
আমার বসত থেকে থেকে।

যতো নারী হেঁটে যাবে
উড়িয়ে আঁচল শাড়ীর
এলোচুল, চকিতে আড়চোখে
একপলক ছায়া খুঁজবে
তুমি আমাকেই করে ভুল।

তালপাখা হাতে মাদুর আসনে
মধ্যাহ্ন কিংবা নৈশভোজে,
কোনো নারী যদি বেড়ে দেয় পাতে
একমুঠো বেশি ভাত,
লুকাবে অশ্রু তুমি
যার নামে আড়ালে গিয়ে,
সে যে কার নাম,
কোন আখরে লিখা,
সেকথা আমি
বেশি জানি বুঝি আজ
তোমার নিজের চেয়ে।

হাসছো বুঝি এসব শুনে
আড়েঠাড়ে বাঁকিয়ে ঠোঁট?
দিন যেতে দাও আরো কিছু
মাসে, টের পাবে যখনি
খাবে তোমার আমাতে হোঁচট!

7 thoughts on “আমি

  1. কবিতায় হালকা ছন্দের কাজ দারুণ হয়েছে কবি রোখশানা রফিক। শুভ সকাল। :)

  2. ভালো লাগা এক কবিতা। পড়ে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইল।   

  3. যতো নারী হেঁটে যাবে
    উড়িয়ে আঁচল শাড়ীর
    এলোচুল, চকিতে আড়চোখে
    একপলক ছায়া খুঁজবে
    তুমি আমাকেই করে ভুল।

     

    * অনেক সুন্দর প্রকাশ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।