কতদিন দেখা হয়না তোমার সে দুটো চোখ
কখনো ম্রিয়মান; কখনো আবার অভিমানী মুখ
সময়ের সীমা লঙ্ঘন করে পাড়ি দিতাম নিয়ে অসময়ের ভেলা
উজানের না’য়ে ফিরে আসতে সাঙ্গ করে খেলা।
কখনো বৃক্ষ হয়ে শুধু দেখে যেতে আমার অনিয়মের খেলা
আবার কখনো অচেনা বালিকার মত মুখ ফিরিয়ে নিতে থাকতো না কিছু বলা
কখনো অঝোর ধারার বৃষ্টির মাঝে ছুটেছি যেন দিয়ে গোল্লাছুট
জীবন নিয়ে খেলেছি এক্কা দোক্কা কানামাছি খেলা; বড়ই অদ্ভুদ!
জীবন বাজী রেখে ছুটতাম লাগামহীন অশ্বপদে
কখনো নিষ্প্রাণ উপলখন্ড হয়ে পড়ে থাকতাম পথের ধারে
জীবন যৌবন আমৃত্যুতে যেন ছিলো একই আরাধনা
ঐ দুটি চোখ থেকে যেন বিচ্যুত না হই; ছিল আজন্ম সাধনা।
কোথায় আজ সে তেপান্তরের মাঠ, কোথায় বালুকা বেলা
স্মৃতি হয়ে শুধু মাঝে মাঝে দিয়ে যায় নাড়া, নিঃসঙ্গতার খেলা
আমার মাঝে আমি হারিয়ে যাই, ডুব দেই জগৎ মায়াজালে
হয়তো কোন এক সন্ধ্যার অবকাশে আবার দেখিবো তব মুখখানি বিষাদের নোনাজলে।
অভিনন্দন কবি ভাই। সুন্দর সব লেখায় মুগ্ধ না হবার সুযোগ নাই।
* ধন্যবাদ প্রিয় কবি…
কবি আশা পূর্ণ হোক কবি দিলওয়ার হুসাইন ভাই।
* ধন্যবাদ সুপ্রিয়….
কখনো আবার অভিমানী মুখ
সময়ের সীমা লঙ্ঘন করে পাড়ি দিতাম নিয়ে অসময়ের ভেলা
উজানের না’য়ে ফিরে আসতে সাঙ্গ করে খেলা।
নস্টালজিয়া প্রিয় কবি দা।
* ধন্যবাদ প্রিয় কবিদি….
কখনও সখনও ভীষণ অবাক লাগে জীবন ঘিরে। কত কিছু প্রাপ্তি। কতই না অপ্রাপ্তি।
* জীবন চলমান, চলে যায় সময় প্রাপ্তিতে অপ্রাপ্তিতে….
শুভরাত্রি।
কখনো নিষ্প্রাণ উপলখন্ড হয়ে পড়ে থাকতাম পথের ধারে
জীবন যৌবন আমৃত্যুতে যেন ছিলো একই আরাধনা
ঐ দুটি চোখ থেকে যেন বিচ্যুত না হই; ছিল আজন্ম সাধনা।
চমৎকার একটি লিখা উপহারের জন্য ধন্যবাদ মি. দিলওয়ার হুসাইন।
* যদি কিছু হয়ে থাকে, সেতো আপনাদের অনুপ্রেরণা….।
সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, ভালো থাকুন সবসময়।
ধন্যবাদ স্যার।
দিলেন তো কবি দাদা মনে করিয়ে। যখন মনে পড়ে সেসব কথা। মুহূর্তেই মনটা মনের টেলিভিশনের পর্দায় চলে যায়। তারপর কিছুক্ষণ একা একাই দেখি তখনকার খেলে আসা গোল্লাছুট খেলা।
* জীবন বৈচিত্র্যের আধার….
অতীত স্মৃতিইতো আমাদের সম্বল!
শুভরাত্রি কবি দাদা।
জীবনের উপখ্যান
* ধন্যবাদ প্রিয় কবি…