ঋতু বদলের ডাক

ঋতুর বদল চলছে এখন
সজাগ থাকা চাই
জ্ঞানী-গুণী সবলোকে কয়
সাবধানের মার নাই!

এই সময়ে রোগ-বালাই
হাওয়ায় চড়ে আসে
ছেলে-বুড়ো সবাই মিলে
খক খকিয়ে কাশে!

সর্দি-জ্বরে আপন করে
ঘরের পরে ঘর
এই সময়ে উদাস থাকে
মনের বালুচর।।

তাইতো বলি এই সময়ে
শিশুর খেয়াল রাখো
শীত-গরম বুঝে তবেই
শরীরটি তার ঢাকো।।

6 thoughts on “ঋতু বদলের ডাক

  1. ঋতুর বদল চলছে এখন সজাগ থাকা চাই। আসলেই তাই। ভুল সময়। 

  2. সময় বদলে যাচ্ছে কবি। হয় অভ্যস্থ হতে হবে নয়তো মেনে নিতে হবে। শুভ সকাল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।