নির্মল প্রতুষ্যের সফেদ অন্তরীক্ষে
নির্বিকার নির্দয় ধরাতলে
নিবিড় আলিঙ্গনে নিমগ্ন,
নির্জন চরাচরে ডাহুকের আর্তনাদে
নির্লিপ্ত মধ্যাহ্নের অলসতা ভেঙ্গে
নিষুপ্ত প্রহরীর অগোচরে
নিখাদ সঙ্গমে বিষবাষ্পের প্রস্রবণ।
নিস্তব্ধ নিশিথে-
নিভেছে প্রদীপ লহমায় শয়ন শিয়রে।
15 thoughts on “নি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নির্মল প্রতুষ্যে মন তাজা হয়ে গেলো মি. জামান আরশাদ। এই সুযোগে ন এর ব্যবহারে শব্দনীড়ের লিখক সুদীপ্ত তন্তুবায় এর কয়েকটি লাইন শেয়ার করছি স্যার।
নদীতে নাইছে নীল নভঃতে নয়ন, নগ্ন নভেঃ নীলকান্ত নীলাভ নধর।
নিনাদে নিগূঢ়ে নষ্ট নিয়তি নাচন, নীর ন্যয় নির্ঝরিছে, নিরীহ নশ্বর।
নাকের নোলক নাই, নিনাদ নূপুর ! নিশিতে নক্ষত্র নব, নিরাপদে নীলা,
নিদ্রিত নিশিতে নত নিয়তি নিষ্ঠুর! নিরানন্দে নত নীল নির্গুন নিষ্ফলা।
মি. জামান আরশাদ সম্মোধন না করে শুধু জামান আরশাদ বললেই খুশি হবো।
আমি তো সুদীপ্ত তন্তুবায় সাহেবের মতো স্বনামধন্য কোন কবি বা লেখক নই। তথাপিওআপনার মাধ্যমে ওনার লেখা পড়ে ভাল লাগলো।
ধন্যবাদ জামান আরশাদ।
আপনার এই লেখার দুটি করে লাইন একক ধরলেই একটি স্বতন্ত্র কবিতার রূপ অসাধারণ চলে আসে। শুভ সকাল জামান আরশাদ ভাই।
ধন্যবাদ
ন এর ব্যবহারে লেখাটি অনেক ভালো লাগলো ।

ভাল লেগেছে জেনে খুশি হলাম।
এমন কবিতা পড়তে ভালো লাগে ভাই।
তাহলে কি এটা কবিতা হয়েছে?
আমার কাছে অসাধারণ লেগেছে দাদা। এমন কবিতা লেখা সত্যই কঠিন একটি ব্যাপার। অভিনন্দন।
প্রীত হলাম।
ভালোবাসাময় ভালোবাসা জামান ভাই।
আপনার প্রতিও রইল নিরন্তর ভালোবাসা।
বেশ লিখেছেন তো!! শুভেচ্ছা জানবেন ভাই।
ধন্যবাদ।
শুভ কামনা সতত।