
ছবির বয়স্ক যুবকটিকে অনেকেই চেনেন। যার পোষাকি নাম আজাদ কাশ্মীর জামান। কি, চিনতে কষ্ট হচ্ছে? যারা দীর্ঘদিন থেকে অনলাইনে বা বিভিন্ন বাংলা ব্লগে লেখালেখি করছেন তারা অবশ্য তাঁকে অন্য নামে চেনেন। যে নামটি বললে মুহূর্তেই চিনে যাবেন। মুরুব্বী। হ্যাঁ, এ নামেই তিনি সুদীর্ঘ সময় ধরে বিভিন্ন বাংলা ব্লগে লিখছেন।
যতদূর মনে পড়ে, তাঁর সাথে আমার পরিচয় হয়েছিল একটা বাকবিতন্ডার মাধ্যমে। তখন আমরা অনেকেই প্রথম আলো ব্লগে টুকটাক লেখালেখি করি।
তারপর দিনে দিনে কিভাবে কখন যেন হৃদয়ের বন্ধনটা দৃঢ় হয়। যা আজও বিদ্যমান।
প্রবাহমান নদীতে যেমন বিভিন্ন সময়ে পলিমাটি, জীবাশ্ম, মৃত গাছপালার দ্বারা নদীর গভীরতা কমে যেয়ে স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করে।
তেমনি নানাবিধ কারণে মানুষের শরীরে রক্তের ধমনিতে অবাঞ্চিত চর্বি সৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয় স্বাভাবিক রক্ত প্রবাহ।
এসব প্রসঙ্গের অবতারণা করছি এ কারণে যে, কিছুদিন আগে এমন পরিস্থিতির কারণে মৃদু আক্রমণের (Mild Attack) স্বীকার হয়েছেন “মুরুব্বী” অর্থাৎ আজাদ কাশ্মীর জামান। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরিক্ষার পর হৃদরোগ বিশেষজ্ঞরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছেন যে তার ধমনিতে এক বা একাধিক ব্লক হয়েছে। উন্নততর চিকিৎসার জন্য বর্তমানে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। আজ সকালে সফলভাবে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং তিনটি ব্লক পাওয়া গেছে, যার মধ্যে একটি ৯২%, একটি ৯০% এবং অপরটি ৬০%-৭০%। চিকিৎসরা তাৎক্ষণিকভাবে ২টি রিং (Cardiac Stent) লাগিয়েছেন। বর্তমানে তিনি আশংকামুক্ত। আশা করা যায় আগামী ২/৩ দিনের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন।
তিনি সকলের দোয়া কামনা করেছেন।