স্বপ্ন কিনি, স্বপ্ন বেঁচি
স্বপ্ন’র হাটে বাস,
স্বপ্নে হাসি, স্বপ্নে কাঁদি
স্বপ্নে হই উদাস।
স্বপ্নে যখন আকাশ দেখি
বিশাল ভাবনায়,
সেই আকাশেও শকুণ উড়ে
নিত্য ছলনায়।
স্বপ্ন ভাঙ্গে,স্বপ্ন মরে
স্বপ্নে বেঁচে থাকি,
স্বপ্নে লাভ, স্বপ্নে ক্ষতি
স্বপ্নে জীবন ফাঁকি।