কথাগুলো তোমাকে দিলাম

কথাগুলো তোমাকে দিলাম

বসন্ত চলে যায় যদি যাক,
কথা দিলাম পাতাঝরা দিনে ঝরে পরা
বৃক্ষের ডালে সবুজ ফলাবো।
তোমার বাকল খুলে খুলে লিখে দেবো
হৃদয়ের শর্করা, আমিষের উপমায়!

যদি হেমন্তে শুকনো পাতাদের শরীর থেকে
ফেরারি হয় কিছু মর্মর কথা দিলাম
চুম্বনের চর্চা বাড়াবো!
মিশে যাবো, যেভাবে জলের অঙ্গে
মিশে যায় বৃষ্টির ভঙ্গিমা।

যদি শীতরাতে তোমার বিছানা জুড়ে
নেমে আসে হিমের ভূগোল
গণিতের বিয়োগ ভুলে কথা দিলাম
শিখে নেবো ওমের যাবতীয় পাঠ
দাহ ও উত্তাপের সরল।

কথা দিলাম ফাল্গুনে না হোক
গ্রীষ্ম এলে, খুব বেশি তৃষ্ণা পেলে
বর্ষা নামাবো, ঢেলে দেবো হৃদয়ের
সবটা তরল।

22 thoughts on “কথাগুলো তোমাকে দিলাম

  1. কবিতার শব্দ কথায় কবি মনের অসাধারণ এক আত্মবিশ্বাস এবং প্রত্যয় ফুটে উঠেছে। অভিনন্দন কবি সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কথা দিলাম ফাল্গুনে না হোক
    গ্রীষ্ম এলে, খুব বেশি তৃষ্ণা পেলে
    বর্ষা নামাবো, ঢেলে দেবো হৃদয়ের
    সবটা তরল।

    কথায় আছে, "শেষ ভালো যার, সব ভালো তাঁর।" 

    শুভেচ্ছা-সহ অনেক অনেক শুভকামনা থাকলো, দিদি।     

    1. "শেষ ভালো যার, সব ভালো তাঁর।" সহমত কবি নিতাই বাবু। শুভেচ্ছা। :)

    2. দিদি নয় হবে দাদা। হাঁটাচলার মাঝেই আমার যত কাজ চলে। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।  

  3. যদিয়ো আপনি অনেক কম লেখেন, তারপরও আজকে যা লিখেছেন আমি বলবো অসাধারণ লিখেছেন। অভিনন্দন কবি সুমন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. মন্তব্যে খুশি হলাম কবি সাজিয়া আফরিন। ধন্যবাদ। :)

  4. কবিতার অনুষঙ্গগুলি এতো সুন্দরভাবে এসেছে যে, উচ্ছ্বাস প্রকাশ করার ভাষা খুঁজলাম।

    উপমা এবং বুননে অতি চমৎকার!   

  5. মিশে যাবো, যেভাবে জলের অঙ্গে
    মিশে যায় বৃষ্টির ভঙ্গিমা।

     

    * বিমুগ্ধ প্রিয কবি…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।