গ্রাস

: আজ পূর্ণিমা, জানো?
: হি: হি: হি:
: পূর্ণিমা নিয়ে রবীন্দ্রনাথের অনেক গান আছে-
: হি: হি: হি:
: হুমায়ুন আহমেদের হিমু পূর্ণিমা রাতে জোছনা খায়-
: হি: হি: হি:
: আজ সারা রাত তুমি আর আমি আর পূর্ণিমা
: হি: হি: হি:
: তুমি আমি আর কবিতা, গান, মুগ্ধতা..
: হি: হি: হি:
: দুজন হাত ধরে বসে থাকব সারারাত…
: হি: হি: হি:
: বারান্দার চেয়ারে বসে কেটে যাবে রাত, চন্দ্রাস্ত দেখার পরে তোমার ছুটি…
: তেইলে আসল কাম করবেন কখন?
: তুমি আজ বসে থাকবে, এটাই তোমার আসল কাজ।
: কন কি! হাত ধইরা বইয়া থাকনের লেগা কেউ মাইয়া মানুষ ভাড়া করে!
: আমি কবি, আমি করেছি।
: আপনে আপনার কবিতা ঠাপায়া মুড়ি খান। আমারে যাইতে দ্যান। দেরী অইলে কাস্টমার পামু না।
: যাবে কেন? থাকো। তোমার টাকা তুমি পাবে।
: আপনে আসল কাম না কইরা টাকা দিলে আমি নিমু ক্যান! চামেলি মাগী অইতে পারে, কিন্তু ফাউ ট্যাকা লয় না, গতর খাটায়া মজুরী লয়।

বারান্দার দুই চেয়ার এবং বেডরুমের ডিম লাইটের ঘোলা আলো জানে কবির রোমান্টিসিজম আর চামেলীর মজুরী তত্ব – কে কাকে গ্রাস করেছিল।

20 thoughts on “গ্রাস

  1. কবির রোমান্টিসিজম আর চামেলীর মজুরী তত্ব – কে কাকে গ্রাস করেছিল।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  2. চামেলি মাগী অইতে পারে, কিন্তু ফাউ ট্যাকা লয় না, গতর খাটায়া মজুরী লয়।

    অনেক সময় ভাবি ভাসমান পতিতাদের নিয়ে কিছু লিখি। লিখি লিখি করেও আর লেখা হচ্ছে না। এরমধ্যে আপনার এই লেখালি আমার দৃষ্টিগোচর হলো। অনেক ভালো লেগেছে দাদা।    

  3. প্রকৃতই জীবনের গল্প। মনকাড়া। লেখাটার সবকিছু ভীষণ প্রাসঙ্গিক; এমনকি একটা "বিশেষ শব্দ"ও; যদিও ওটার বিকল্প কিছু ভাবতাম আমি।

    একজন সুলেখক কাহিনির প্রয়োজনে শ্লীল/অশ্লীল সবকিছুকে কতোটা শৈল্পিকভাবে শ্লীল করে তুলেন আপনার এই লেখাটা তার উৎকৃষ্ট প্রমাণ। (উল্লেখ্য, এক গল্পকারের একটা লেখার কারণে এই ব্লগে বেশ লম্বা সময় ধরে আমার আসতে ইচ্ছে হয়নি)।

    ভীষণ মুগ্ধ!

     

    (মনে পড়ে এক গল্পকারের তবুও  

মন্তব্য প্রধান বন্ধ আছে।