স্বপ্নের তাজমহল…

স্বপনের তাজমহল…………….

ওই সাদা ও কালোর চিরন্তন সত্য আজও রইলো অজানা
চারদিকে অন্ধকার আলো ছায়ার খেলা চলে সারা রাত,
হাসনাহেনা কুঞ্জে বেজে ওঠে অলৌকিক সুরভি তরঙ্গ
আর উন্মুক্ত আকশের বুক হতে ঝরে বিন্দু বিন্দু হিমকণা,
নিশিপুষ্পের গন্ধ ছড়িয়ে যায় চারদিকে,
না তুমি পার করেছ কোনো সীমান্ত রেখা না আমি ও গিয়েছি ডিঙিয়ে কোনো নৈসর্গিক কল্পনা,
শুধু মুহুর্ত গুলো মধ্যে ছিল খুশির দীর্ঘ অভিলাষের তৃপ্তি,
কিন্তু বিশ্বাস করো মনের খুব গভীরে তুমি আছো মিশে
শিকড় জালের মত অদৃশ্য কিন্তু বাস্তবিক রূপে,
কেন তুমি ডাক দিয়ে যাও অজানা কোনো এক সাগরমুখী নদীর তীর হতে,
আর আমি যথারীতি হয়ে উঠি অস্থির যেন তীরে বাঁধা নৌকা,
খুলে দিতে চাই সমস্ত শৃঙ্খল অদৃশ্য তোমার প্রেমের জলোচ্ছ্বাসে,
দীর্ঘস্থায়ী কিছুই নয় জানা সত্তেও হৃদয় প্রতি মুহুর্তে গড়ে যায় স্বপনের তাজমহল,
এখানেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে হৃদয়,
রোদ ছায়ার মধ্যখানে লুকিয়ে রয় তোমার আমার হারানো হাসির ঝিলিক,
সেটা প্রেম হোক কিংবা স্বপ্ন !
আশার কিরণ যেন কখনো না যায় মুছে………….

— ফারজানা শারমিন
২৪ – ১০ – ২০১৯ ইং

7 thoughts on “স্বপ্নের তাজমহল…

  1. উন্মুক্ত আকশের বুক হতে ঝরে বিন্দু বিন্দু হিমকণা,
    নিশিপুষ্পের গন্ধ ছড়িয়ে যায় চারদিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. 'রোদ ছায়ার মধ্যখানে লুকিয়ে রয় তোমার আমার হারানো হাসির ঝিলিক,
    সেটা প্রেম হোক কিংবা স্বপ্ন !' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. শুধু মুহুর্ত গুলো মধ্যে ছিল খুশির দীর্ঘ অভিলাষের তৃপ্তি,
    কিন্তু বিশ্বাস করো মনের খুব গভীরে তুমি আছো মিশে
    শিকড় জালের মত অদৃশ্য কিন্তু বাস্তবিক রূপে,

     

    * সুন্দরতম প্রকাশ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. "রোদ ছায়ার মধ্যখানে লুকিয়ে রয় তোমার আমার হারানো হাসির ঝিলিক,
    সেটা প্রেম হোক কিংবা স্বপ্ন ! আশার কিরণ যেন কখনো না যায় মুছে …" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।