চোখের কাজল দেয়া সেই কবে ছেড়ে দিলে খেয়াল ই করিনি ।
ইদানিং তুমি আর অভিযোগ করোনা ।
সংসারের ঝঞ্ঝাটে সব স্বপ্নের জলছাপ মন থেকে মুছে গেছে মনে হয় ।
ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবার প্রস্তুতি নয়তো ?
সন্তানদের স্বপ্ন হয়ে উঠলো প্রতি পলে আমাদের স্বপ্ন
যথারীতি ,
সবার স্বপ্ন পূরণের পর নিজেরা দুঃস্বপ্নে পতিত হলাম মহাকালের আবর্তে ।।
ঝগড়া ছেড়েছো বহুদিন আগে!!
আজকাল আমার খোঁজ খবর একটু বেশি বেশি রাখছো কি ?
কারণে অকারণে টুকটাক কাজের ভিড়ে উঁকি দেয়া মনের দরজায়…..।
ছোটোখাটো ছেলেমানুষী!!
অতীত ভাবলে হাসি পায় এখনো..।
উত্তাল প্রেমের দিনগুলোতে…
সব কথার ছলে বা কাজে জানিয়ে দিতে তোমায় ভালবাসি ।
এখন স্বপ্নগুলো হারিয়ে গেছে সুখ খোঁজার ভিড়ে ।
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে ..।
সুমনের সেই বিখ্যাত গানটা কিন্তু খুব করে কানে লেগে আছে……
হাল ছেড়োনা বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে ……।
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে ।।
প্রিয়তমা তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো বুকের মাঝে ।
এই বয়সে বেঁচে থাকার স্বপ্নটাকে জাপটে ধরতে ভালো লাগে ।
অকারণে কেনো জানি মনে পড়ে বসন্ত দিনের কথা ,
শরতকালে কাশের বনে শিউলির মালা গাঁথা……
মনে মনে কবে কবে হারিয়ে গেল সুসময়গুলি …..।
দয়া করে হাজার দুঃখের ভীড়ে ভালোবাসার স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
ঘুরে দাড়ানোর স্বপ্ন কিন্তু আমার এখনও গেল না ।
মনে রেখো ,
সন্তানেরা যে যার মতো শুধু তুমি আর আমি দুজন ।
শেষ বেলাতে অসহায় দুই মানব মানবীর ভালোবাসাই একমাত্র অবলম্বন।
জীবনমূখী কবিতা উপহার পেলাম কবি ভাই। সুন্দর।
পাঠে ও সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।।
ভালো থাকুন।।।
জীবনের একটি সময়ে সংসারই হয়ে যায় আমাদের অন্যতম অবলম্বন। আপনি ঠিক বলেছেন কবি ইসিয়াক ভাই। শুভ সন্ধ্যা।
আপনার সুন্দর মন্তব্যে ধন্যবাদ প্রিয় ভাই।।।
ভালো থাকুন।।।।
সন্তানেরা যে যার মতো শুধু তুমি আর আমি দুজন ।
শেষ বেলাতে অসহায় দুই মানব মানবীর ভালোবাসাই একমাত্র অবলম্বন।
* চরম সত্য….
অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইলো ।
আপনার আগামী দিনগুলো সুন্দর কাটুক ।
সংসার আমাদের অবলম্বন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালবাসা রইলো দিদিভাই।
তুমি আর আমি দুজন।
শেষ বেলাতে অসহায় দুই মানব মানবীর ভালোবাসাই একমাত্র অবলম্বন।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইলো।
অবলম্বন যথার্থ নয় ইসিয়াক ভাই। বলি ভালোবাসার বিবিধ যুগল বন্ধন।
হা হা হা ………..ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া।
সুন্দর কবিতা ভাই।
শুভেচ্ছা রইলো ।