ঝরনার মতো অশ্রু ঝরেছে মিশেছে বুকের নদে,
সুখের বদলে দুঃখ পেয়েছি জীবনের প্রতি পদে!
সব কিছু যাকে দিয়ে গেছি সপে সে হয়ে গেছে পর,
যাকে পথ হতে টেনে তুলে এনে বানিয়ে দিয়েছি ঘর-
সেই স্বজনই আমার ঘরে জ্বালিয়ে গিয়েছে আগুন,
চোখের জলে গিয়েছে ভেসে আমার যতটা ফাগুন!
ততটা সময় কেউ যদি হায় থাকতো আমার পাশে,
বুঝানো যেত কতটা কষ্টে দু নয়ন জলে ভাসে!
যার গায়ে আমি লাগতে দেইনি একটি ফুলের টোকা,
সেই করেছে আঘাত আমায় দিয়েছে এমন ধোকা!
শুধু তাকে সুখে রাখতে গিয়ে দিয়েছি নিদ্রা ছেড়ে,
কেমনে নিলো সেই স্বজনই দু চোখের ঘুম কেড়ে?
তার কারণে ক্লান্ত হয়েছি সয়েছি দারুণ জ্বালা,
হাঁসি মুখে আমি মেনে নিয়েছি সকলের অবহেলা!
বিবেক আবেগ সব সপেছি আপন করেছি পর,
শুধুই তাকে আগলে রাখতে ছেড়েছি আপন ঘর!
তার পরও সে পর হয়েছে গিয়েছে দূরে সরে,
নিজ হাতে গেছে আগুন জ্বালিয়ে আমার সুখের ঘরে!
কি ভুল করেছি অনুভব করি জীবনের প্রতি পদে,
অশ্রু ধারা স্রোতের মতন বয়েছে বুকের নদে!
সমবেদনা সহ ভালোবাসা কবি বাবু ভাই।
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই প্রিয় দাদা। শুভ কামনা সব সময় আপনার তরে।
আপনার কবিতায় ছন্দ কৌশল আমার কাছে বেশ লাগে।
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই প্রিয়। শুভ কামনা সব সময় আপনার তরে। ভালো থাকবেন সব সময়।
ভালো থাকুন এবং আনন্দকে কাছে রাখুন কবি নূর ইমাম শেখ বাবু। শুভরাত্রি।
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই প্রিয় মুরুব্বী। শুভ কামনা সব সময় আপনার তরে। ভালো থাকবেন সব সময়। শুভ সন্ধ্য।
ভালো লাগলো খুব
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই প্রিয়। শুভ কামনা সব সময় আপনার তরে। ভালো থাকবেন সব সময়।
জীবনের গল্প ছন্দ কবিতায় তুলে এনেছেন কবি।
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই প্রিয়।
শুভ কামনা সব সময় আপনার তরে।
ভালো থাকবেন সব সময়।
আহা ! দুখ জাগানিয়া কাব্য !
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই প্রিয়।
শুভ কামনা সব সময় আপনার তরে।
ভালো থাকবেন সব সময়।
শুভেচ্ছা জানবেন কবি ভাই।
শুভেচ্ছা প্রিয় কবি দা। সতত শুভকামনা।