বৃষ্টির কাল

ঝিরঝিরে বৃষ্টি, গুমোট আকাশ।
হালকা কুয়াশায় মোড়া চতুর্পাশ।
একটানা টুপটাপ আওয়াজ ছাড়া, এমনিতে সুনসান…
বৃষ্টিটা থামতেই, বুনো শালিকেরা নেমে এলো খাবারের খোঁজে।
একটা শ্যামা সজনেগাছের ভাঙা ডালে বসে আছে অজানা অভিমান নিয়ে-
ঘাড়টা পিঠের খাঁজে গুঁজে দিয়ে।
কে জানে কি হয়েছে !
হঠাৎ কয়েকটা হিংসুটে কাক উড়ে এলো কোথা থেকে খাবারে ভাগ বসাতে।
শালিকেরা অপ্রস্তুত …..
ঠিক এসময় বেরসিক বৃষ্টি আবার জোরেশোরে নেমে এলো প্রকৃতিতে।
বৃষ্টিরা কি দুষ্টুমি করে ?
সবাই উড়ে গেল নিরাপদ আশ্রয়ে।
কারণ ততক্ষণে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
একটা শালিক কেবলি খুটে খুটে খেয়েই চলেছে।
যেন আজন্মের ক্ষিদে তার পেটের ভিতরে……..

18 thoughts on “বৃষ্টির কাল

  1. বৃষ্টি কালের উপলব্ধি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. লেখাটি অন্য একটি ব্লগেও দেখলাম। কিছু মূদ্রণ বিভ্রাট সেখানে লক্ষ্য করেছি। শব্দনীড়ে ঠিক আছে। ধন্যবাদ কবি ইসিয়াক ভাই। শুভেচ্ছা। :) 

    1. আপনি ঠিকই ধরেছেন । শব্দনীড় বানান ঠিক করে দিয়েছে । আমার খুব বানান ভুল হয় ।
      অনেক ধন্যবাদ ।

  3. একটা শালিক কেবলি খুটে খুটে খেয়েই চলেছে।
    যেন আজন্মের ক্ষিদে তার পেটের ভিতরে……..

     

    * অনেক সুন্দর কবিতা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।