তবুও সবকিছু শুচি হোক

আসন্ন বইমেলার আগেই আমার কবিতার
সব পাণ্ডুলিপি জলে যাক;
অতঃপর বাষ্প অথবা বিষবাষ্প হয়ে বিষণ্ন বাতাসের সংগী হউক
তবুও সবকিছু শুচি হোক
তবুও সবকিছু শ্রীযুক্ত হোক!!

অনেকদিন পর কবিতা লিখতে বসেছি বলেই কিনা
জানিনা, চারপাশে কেবল ধর্মঘটী বাতাসের ঢেউ;
বৃক্ষ অথবা বিষবৃক্ষ সে যাই হোক
আমি চাই আমার সংগী থাকুক কেউ না কেউ….!

আর কেউ না হলে…. না হোক
শাপ অথবা অভিশাপ যাই হোক
তবুও আসন্ন নবান্নে কেউ আমার সংগী হউক…!!

তবুও এই পৃথিবীর সবকিছু শুচি হোক
তবুও জগতের সমস্ত অসুন্দর দূর হোক!!

10 thoughts on “তবুও সবকিছু শুচি হোক

  1. তবুও সবকিছু শুচি হোক; তবুও সবকিছু শ্রীযুক্ত হোক। শুভকামনা শুভসকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. //অনেকদিন পর কবিতা লিখতে বসেছি বলেই কিনা
    জানিনা, চারপাশে কেবল ধর্মঘটী বাতাসের ঢেউ;
    বৃক্ষ অথবা বিষবৃক্ষ সে যাই হোক
    আমি চাই আমার সংগী থাকুক কেউ না কেউ….!//

     

    অপূর্ব !  

  3. আর কেউ না হলে…. না হোক
    শাপ অথবা অভিশাপ যাই হোক
    তবুও আসন্ন নবান্নে কেউ আমার সংগী হউক…!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. আপনার কবিতা জলে গেলে মানুষ তো হীরের টুকরো হারাবে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।