হেমন্ত শিশির

উত্তরিয়া বাওয়ে সাজিলরে ময়ূর পঙ্ক্ষী নাও
বাপের বাড়ী যায়রে নায়োরী রসুল পুর গাঁও।
শিশির ভেজা সবুজ ছাওয়া ভোরের লালিমায়
আল্লাহ রসুলের নাম নিয়ে মাঝি বৈঠা বায়।

নদীর পাড়ের নব ধানেরা ‍সেজেছে সোনালী রং সাজে
নুয়ে আছে কুয়াশার চাদরে নব বঁধুর লাজে।
গরু ছাগল নিয়ে রাখাল যায় যে নদীর তটে
কচি ঘাসে ভরা মাঠ খুশির জাবর কাটে।

নতুন ধানের নবান্ন হবে আ‍ত্মীয় কুটুম নিয়ে
বেয়াই জামাই করবে খুশী পিঠা পুলি দিয়ে।
গরুর বাছুর ছাগল ছানা দিচ্ছে কচি ঘাষে মুখ
তিড়িং বিড়িং নাচছে যেন উথলে উঠছে সুখ।

নতুন বীজে ‍শ‍ীতের ফসল উঠছে ভুঁই ফুড়ি
শিশির ‍সিক্ত‍ নতুন চারার‍‍া মেলছে নব নব কুড়ি।
হেমন্তের এই মিষ্টি হীমে লাটিম লাটাই দেয় যে মনে দোলা
নৌকা চড়া, মাছ ধরা, শাপলা শালুক তোলা।

জলকে চলে কিশোরী সখিনা সখী সহ ঘা‍টে
নাওয়া শেেষ কলসি কাঁখে বাড়ীর পানে হাটে।
শফিরা উড়ায় রঙ্গিন ঘুড়ি আকাশের ‍নীলিমায়
আঁড় নয়নে স্বপ্ন আঁকে ভাসে রঙ্গিন ভেলায়।

দুরন্ত কৈশর মানস পটে সোনালী ছবি আঁকে …
সোনালী অতীতের জীবন্ত ছবি ভাসে জীবনের বাঁকে বাঁকে।

21 thoughts on “হেমন্ত শিশির

  1. নতুন বীজে ‍শ‍ীতের ফসল উঠছে ভুঁই ফুড়ি।
    শিশির ‍সিক্ত‍ নতুন চারার‍‍া মেলছে নব নব কুড়ি।
    হেমন্তের এই মিষ্টি হীমে লাটিম লাটাই দেয় যে মনে দোলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. জলকে চলে কিশোরী সখিনা সখী সহ ঘা‍টে।
    নাওয়া শেেষ কলসি কাঁখে বাড়ীর পানে হাটে।

    আহা, দারুণ কবিতা শ্রদ্ধেয় দিদি। গ্রামে যেতে মন চাচ্ছে।   

    1. সত্যি মন টানে আজ কাল সাপ্লাই ওয়াটার   চলে গেছে গ্রামে আগের মত নাই

      ভালো লাগলো মন্তব্যে শুভকামনা সব সময়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ  ভালো লাগলো নীড়ে স্বাগত শুভেচছা অনাবিল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. দুরন্ত কৈশর মানস পটে সোনালী ছবি আঁকে।
    সোনালী অতীতের জীবন্ত ছবি ভাসে জীবনের বাঁকে বাঁকে।

    সত্যিই তাই আপা। দৃশ্য গুলো যেন দিন দিন অচেনা হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। :(

    1. ধন্যবাদ ভাইয়া অনেক স্মৃতি   তবে গ্রাম আর আগের গ্রাম নেই শুভকামনা নিরবধি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. জলকে চলে কিশোরী সখিনা সখী সহ ঘা‍টে।
    নাওয়া শেষ কলসি কাঁখে বাড়ীর পাণে হাঁটে।

    সুন্দর লিখেছেন প্রিয় আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ সাজিয়া মন্তব্যে ভালো লাগা  শুভকামনা আপু https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. নতুন ধানের নবান্ন হবে আ‍ত্মীয় কুটুম নিয়ে।
    বেয়াই জামাই করবে খুশী পিঠা পুলি দিয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. খেজুর রসের পিঠা পায়েস  সে কি ভোলা যায়

      খেজুর রসের মিষ্টি শুভেচ্ছা দাদাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ দিদি হেমন্তের  অকৃত্রিম শুভেচ্ছা রইলো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ঠিকই বলেছেন  স্মৃতি র পাতায় দাদা শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ স্মৃতিরা তাড়িয়ে বেড়ায়   ভালো লাগলো মন্তব্যে শুভকামনা নিরবধি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।