সেবক

তার লক্ষ্য ছিল টাকা আয় করা
অনেক না হোক কিছু তো অবশ্যই,
তাতে সে সফল।
এখন সে বড় বড় পদের
বাবুদের সাথে ওঠা বসা করে,
যেকোন দামী জিনিস কিনে অনায়াসে ঘর সাজায়
ইচ্ছে অনিচ্ছের সমস্ত শখ পূরণ করে,
কারণে অকারণে চমক লাগিয়ে দেওয়ার মত পার্টি দেয়
সামাজিক সাংস্কৃতিক যে কোন উৎসব আনন্দে
মঞ্চের আশেপাশে থাকে এবং মঞ্চেও ওঠে।

এ রকম সে
স্কুলে যায় কলেজে যায় দরখাস্ত করে কণ্ট্রাক্ট নেয়
বুঝিয়ে দেয় বুঝে নেয়
টাকা আয় করার লক্ষ্য তার স্থির থাকে।

ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক লেখক এবং অন্যান্য
সবাই আমরা ‘সে’ হয়ে যাচ্ছি।

কিন্তু সমাজ তীর্থ
সেবক খুঁজছে
আপনার সঙ্গে যদি এরকম কারোর দেখা হয়
পাঠিয়ে দেবেন প্লিজ।

17 thoughts on “সেবক

  1. ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক লেখক এবং অন্যান্য
    সবাই আমরা ‘সে’ হয়ে যাচ্ছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. সত্য সেবকের অবয়ব আমারও দেখতে চাই প্রিয় কবি দা। কোথায়?

  3. আপনার সঙ্গে যদি এরকম কারোর দেখা হয়; পাঠিয়ে দেবেন প্লিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. সৎ চরিত্রবান সেবক চাই। নাই। এ আঁধার থেকে ফেরার পথ নাই। :(

  5. ছাত্রলীগে নাম দেওয়া জি কে শামীম হবার আশা যেন কেউ না করে। করলেই বিপদ অনিবার্য।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।