প্রতীক্ষা

কুয়াশার উত্তরীতে ঢেকে দিয়ে যায় আমার স্বপ্নপ্রহর, বিষন্নতার স্রোতে
বিপন্ন কোন এক সন্ধ্যার অবকাশে আমি যদি হারিয়ে যাই মেঘদূতের সাথে
লোকালয় থেকে অনেক দূরে পাথারের ওপারে মেঘ বালিকার প্রণয় আশ্বাসে
তুমি কি পথ চেয়ে বসে থাকবে, কাটিয়ে রাত্রির অষ্টপ্রহর; উদাসী আবেশে!

আমার ফেরার আশায় অবসাদ যদি না আসে তোমার তনু-মনে
মনে রেখো আমাকে আসতেই হবে তোমার অনুচ্চারিত শব্দের আহ্বানে
হরিৎপত্র আজ ক্ষয়ে যাক ধূসরতার আবাহনে, রিক্তার মহাপ্রলয়ে
তবুও আমি আসবো ফিরে দেশ-কাল-সময়ের ব্যবধান ভুলে।

অরণ্যের মোহে মেঘবালিকা যদি ছুটে আসতে পারে পাথারের ওপার হতে
ভালোবাসার ধূসর আঙিনা সিক্ত করে দিয়ে পাষানে ফুল ফোটাতে-
কেন আমি আসবো না ফিরে; জোনাকির আলোর মশাল হাতে
তোমার হৃদয় আঙিনায় জ্বালাতে প্রেমের বাতি, কোন এক শুভ প্রভাতে।

কঠিন পাষান ভেদিয়া তরুরাজি উঁকি দেয় অরণ্যপ্রেমে
নির্ঝর বয়ে চলে সাগরের টানে প্রতিকূল আবহে নিঃশেষ করে নিজেকে
অরুণ আলোয় আলোকিত এ পৃথিবী জানিয়ে দেয় প্রেমের আকুতি
মোহের টানে জগৎ ব্যকুল বিসর্জনেও হটেনা পিছু চিরন্তন রীতি।

আবার আমি আসিবো ফিরে কচি কিশলয়ের তনু মন নিয়ে; বিসর্জন দিয়ে দেশ-কাল জাতি
দুর্গম করে নেব সুগম; প্রলয়ের রাতে বিভ্রাট হবে না পথে, তোমার প্রেমের আলোই হবে পথের জ্যোতি।

18 thoughts on “প্রতীক্ষা

  1. আবার আমি আসিবো ফিরে কচি কিশলয়ের তনু মন নিয়ে;
    বিসর্জন দিয়ে দেশ-কাল জাতি
    দুর্গম করে নেব সুগম; প্রলয়ের রাতে বিভ্রাট হবে না পথে,
    তোমার প্রেমের আলোই হবে পথের জ্যোতি।

    অসাধারণ কবি প্রিয় স্যার। অভিনন্দন। লিখাটি চোখ এড়িয়ে গিয়েছিলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. * ধন্যবাদ সুপ্রিয় অনুপ্রেরণাদাতা মুরুব্বী……. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সাধারণত ছন্দ কবিতার লাইন গুলো ভীষণ মাঝারী অথবা খাটো হয়; সেই প্রেক্ষিতে আপনার লেখা অনেক ভরাট এবং গাম্ভীর্য পূর্ণ। বিষয়বস্তু পড়তে ভালো লাগে ভাই। :)

  3. আজকের পরিপত্রের প্রত্যেকটি লাইন কোট করার মতো হয়েছে দিলওয়ার ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. আমার ফেরার আশায় অবসাদ যদি না আসে তোমার তনু-মনে
    মনে রেখো আমাকে আসতেই হবে তোমার অনুচ্চারিত শব্দের আহ্বানে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. মুগ্ধ হলাম প্রিয় কবি দা। এতো সুন্দর লিখেন কিভাবে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * প্রিয় কবি দি, অনেক বেশি অনুপ্রাণিত হলাম…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. আজকের কবিতায় অনেক বেশী মুগ্ধতা কবি দিলওয়ার হুসাইন ভাই। চলুক কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. * অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি দাদা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. মুগ্ধতা রেখে গেলাম। সত্যি মনোমুগ্ধকর পরিবেশনা।     

    1. * অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি ও লেখক… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।