বৃষ্টি আমার শহর কিনেছে // রুকশানা হক

আমার শহরে বৃষ্টি নেমেছে পথঘাট ডুবে একাকার
তেতলার ছাদ ভিজছে সাথে সৌখিন পাতাবাহার।
সুনসান পথ রিকশা দু’চারেক ভেজা বৃষ্টি মানুষ
হুডের ভেতরে চকচকে সুখ গানে ভেজা ‘বেলাবোস’,
দু-চোখে কতোনা স্বপ্ন খেলে গিটারের মৃদু সুর
চাকরীর কথা থাকনা এখন সবকিছু থাক দূর।

বৃষ্টি আমার শহর কিনেছে বেচে দিয়ে মেঘচোখ
ভিজছে নদী, উথাল-পাতাল ভিজছে কামিনী বুক।
রাস্তার পাশে গুটিসুটি মেরে কুকুরও ভিজছে কেমন
ল্যাম্পপোস্টের তার বেয়ে জল নামছে কেনো যে এমন।
জানালার পাশে একলা মানুষ বৃষ্টির ছাটে বন্দী
আমার শহরে বৃষ্টি এবং আকাশ করেছে সন্ধি।

কার্নিশে বসা জোড়া শালিকের প্রেমটাও সে গুনছে
অন্তরে কার ঝড় বয়ে যায় কান পেতে বুঝি শুনছে।
শহুরে বৃষ্টি শহর মানুষ থৈ থৈ জলে ছুটে যায়
একটু সময় নেই কারো হাতে এমন দিনেও হায়,
বৃষ্টি দিনে রবী ঠাকুরের কবিতা পড়েনা কেউ
নাগরিক মন নগরজীবন নেই আবেগের ঢেউ।

20 thoughts on “বৃষ্টি আমার শহর কিনেছে // রুকশানা হক

  1. বৃষ্টি সৃষ্টিকর্তার একটি বিশেষ রহমত।বৃষ্টির দিনে আনন্দে মনটা উৎফুল্ল হয়ে ওঠে। টিনের চালে টুপ্টুপ করে পড়া সেই শব্দটুকুন কতই না মনোহর!  

    1. রহমত অবশ্যই । অনেক সময় বৃষ্টি মন খারাপের আয়োজন ও করে থাকে । শুভেচ্ছা আপনাকে ।     

  2. জানালার পাশে একলা মানুষ বৃষ্টির ছাটে বন্দী
    আমার শহরে বৃষ্টি এবং আকাশ করেছে সন্ধি।

     

    * সুন্দর অনুভূতি…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. বৃষ্টি আমার শহর কিনেছে বেচে দিয়ে মেঘচোখ
    ভিজছে নদী, উথাল-পাতাল ভিজছে কামিনী বুক।
    রাস্তার পাশে গুটিসুটি মেরে কুকুরও ভিজছে কেমন
    ল্যাম্পপোস্টের তার বেয়ে জল নামছে কেনো যে এমন।

    বৃষ্টি এলেই ঢাকা চট্টগ্রাম সহ আরও অনেক জেলাশহরে জলবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। তখন শহুরে মানুষ শুধু করে হায়রে হায়। কি করি উপায় রে, কি করি উপায়। হায়! হায়! হায়!       

    দারুণ লিখেছেন শ্রদ্ধেয় কবি দিদি।    

    1. শহরাঞ্চলের বৃষ্টি জলবন্দী করে ফেলে নগরবাসীকে। অপরিকল্পিত নগরায়ণই এর জন্য দায়ী। তবু বৃষ্টি আশীর্বাদ, বৃষ্টি সুন্দর ।শুভেচ্ছা সতত।            

  4. নাগরিক মন বা নগরজীবন থাকেনা আবেগের ঢেউ। নির্ভুল এক যান্ত্রিক জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. যান্ত্রিক জীবনেও বৃষ্টি কাম্য। বন্দনা না করুক কেউ হাপিত্যেশ তো করে।  অনেক ধন্যবাদ।      

  5.  বৃষ্টির কাব্য নগর সংস্করণ খুব সুন্দর হয়েছে শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. সুন্দর কবিতা। শুভেচ্ছা নেবেন আপা। শুভ সন্ধ্যা। :)

  7. ভিজছে নদী, উথাল-পাতাল ভিজছে কামিনী বুক। দারুণ উপমময়। 

    1. মন্তব্যেে উৎসাহিত হলাম আপু । শুভেচ্ছা আপনাকে ।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।