[১]
হাওয়ায় দুলে নৌকা চলে
খোকন হলো মাঝি,
সবাই চড়ে নৌকাতে তার,
মা হয়না কেবল রাজি।
খোকা হেসে কয় মাগো তুমি ,
বড্ড অবুঝ মেয়ে
তোমার খোকা বড় এখন,
ঠিক নেবে সামলিয়ে।।
[২]
সাঁঝ বেলাতে খোলা আকাশ
আবির রঙ মাখে।
বাচ্চা পাখির ছানা দুটি,
কাঁদছে বসে শাখে।
মা গেছে হারিয়ে তার,
বোনটি আছে সাথে।
বড্ড বেশী ভয় পাচ্ছে,
আঁধার ঘনাতে।।
[৩]
খোকা ছুটলো মাছ ধরতে,
ছিপ নিলো হাতে,
তার ভয়েতে মাছগুলো সব
লুকালো পাঁকেতে।
ছিপ নিয়ে বসে খোকা ভাবে
কোথায় সব মাছ !
ঢাকঢোল পেটাতে গিয়ে,
পণ্ড হলো কাজ।।
আহারে
কেমন আছেন মাহমুদ ভাইয়া ?
আহারে! কবিতায় ময়া লাগাইয়া দিলেন গো দাদা!
দাদা মন্তব্যে আপ্লুত হলাম
ছিপ নিয়ে বসে খোকা ভাবে
কোথায় সব মাছ !
ঢাকঢোল পেটাতে গিয়ে,
পণ্ড হলো কাজ ।।
* সুন্দর ছন্দে প্রকাশ…
শুভরাত্রি।
ধন্যবাদ ভাইয়া
শিশুতোষ সাহিত্য মনকে নির্ভার করে দেয়। অভিনন্দন মি. ইসিয়াক। শুভ সকাল।
অনেক অনেক শুভকামনা রইলো
হাহাহা………….ধন্যবাদ
শুভেচ্ছা কবি ইসিয়াক ভাই।
অনেক ধন্যবাদ
অভিনন্দন কবি ভাই।
শুভকামনা রইলো
ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
শুভকামনা রইলো কবি দাদা
সুন্দর ছড়া পদ্য।
বেশ।
ধন্যবাদ আপু