সর্বশ্রেষ্ঠ বিচার

সর্বশ্রেষ্ঠ বিচার
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

রাজার পেয়াদা আনিল ধরিয়া
ছিঁচকে চোর একজন,
চোর চুরি করে ধরা নাহি পড়ে
পাকা চোর সেইজন।

“তুই ব্যাটা চোর শাস্তি হবে তোর”
পেয়াদা হাঁকিয়া কয়,
চোর শুধু বলে ভাসে আঁখিজলে
ছেড়ে দাও মহাশয়।

ছাড়িল না তারে রাজার গোচরে
বাঁধিয়া লইয়া যায়,
যারা চুরি করে ধরা যদি পড়ে
সমুচিত সাজা পায়।

শুনি রাজা কহে, “শোন, বাপু ওহে
কি চুরি করেছ তুমি?
থালা বাটি ঘটি, ছাতা ধুতি চটি?
তব মুখে বল শুনি”।

চোর কাঁদি কহে চক্ষে ধারা বহে
কহিতে পারে না মুখে,
“ঘরে নাই চাল, পড়েছে আকাল
দিন কাটে মোর দুখে”।

শুনি রাজা কয়, মন্ত্রী মহাশয়
মোর রাজকোষ হতে,
স্বর্ণমুদ্রা শত গুনে ঠিক মত
দেহ এই অভ্যাগতে।

চোর শুনে হাসে, অশ্রুজলে ভাসে
“ধন্য তুমি মহারাজ!
রাজার বিচারে সাজা হত মোরে
ফাঁসি হত মোর আজ”।

চোর চুরি করে ভুখা পেট তরে
দোষ কিছু নাহি তার,
চোরে আনি ধরে পুরস্কৃত করে
সর্বশ্রেষ্ঠ সে বিচার।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

13 thoughts on “সর্বশ্রেষ্ঠ বিচার

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

  1. চোর চুরি করে ভুখা পেট তরে
    দোষ কিছু নাহি তার,
    চোরে আনি ধরে পুরস্কৃত করে
    সর্বশ্রেষ্ঠ সে বিচার।

    অসাধারণ একটা কবিতা শেয়ার করেছেন, শ্রদ্ধেয় কবি দাদা।         

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

  2. সর্বশ্রেষ্ঠ বিচার শিরোনামের পদ্য লেখা পড়লাম। 
    শুভেচ্ছা রইলো কবি লক্ষ্মণ ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।