কোহকাফ

কোহকাফ-
=======
কি করে মরে গেলে কোহকাফ নগরে এসে ?
কি ছিলো মৃত্যুতে ? বিষের চাইতে অমৃত অথবা বেশী কিছু ?
কেন ঠোঁটের কাছে নিয়ে এলে রাত্রি ?
সোপেন হাওয়ারকে বলা ছিলো – জীবন এক নৌকো –
পার হবো নদী – সমুদ্র হলেও ক্ষতি নেই –
বুক জ্বলে যায় এই নগরীতে –
বিষ এর নগরী কোহকাফ
এত ধীরে কেন যে হাঁটে ?

ক্ষরণ
======
আন্তিউস-চলো এলোমেলো হয়ে যাই —
চলো একটা থামের আড়ালে চুমু খাই –
বেনারসে রাধা যেমনি জঠরে পাকিয়েছিলো
দশটা সন্তান –
তেমনি সন্তান হোক তোমার –
আন্তিউস তুমি বেদনাহত পেঁচা –
রাত ঘন হলে হা হা করে পাখা মেলো –
চুপি চুপি ওদের সাথে কথা বলো –

ওরা তোমার চোখের মণিতে এঁকেছে ট্যাটু –
তুমি অন্ধ হয়েছ –
শালুকের দেশের পাখিদের বোবা কান্নার সাথে মিশেছে
নাজারাতের পরীদের অন্ত:ক্ষরণ —

16 thoughts on “কোহকাফ

  1. অসাধারণ বিনির্মাণ- ভাবে এবং বুননে। 

    কবিতা যে কতো সুন্দর হয় এ'দুটো লেখা তার সাক্ষী !

    কোহকাফে অসাধারণ একটা অভিঘাত পেলাম। 

  2. শালুকের দেশের পাখিদের বোবা কান্নার সাথে মিশেছে
    নাজারাতের পরীদের অন্ত:ক্ষরণ —

     

    * নিঃসন্দেহে শিল্পরসোত্তীর্ণ বলা যায়….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবিতা পড়ে মুগ্ধ হলাম কবি নাজমুন আপা। শুভেচ্ছা নেবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ সুমন আহমেদ । প্রাণিত হলাম । শুভকামনা জানবেন । 

  4. প্রথম কবিতা বেশী কঠিন লেগেছে, দ্বিতীয়টি প্রথমটির চাইতে বেশী ভালো লেগেছে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।