স্বপ্ন অক্ষর

ঘুমের মধ্যে হাতের মুঠোয় ঝুপ করে এসে পড়ে
একঝাঁক চকোলেট
কার কেন কোথায় এসব উনকো ঝুনকো
স্বপ্ন মাকরূহ জাল বুনতে শুরু করলেই
মেঝে ফুঁড়ে কচি কচি হাতের
সফেদ বাদামি
আঙুলের গোছা পায়ের পাতায় সুরাইয়া
ঢেউ তুলে খেলতে খেলতেই সাঁ
করে স্বপ্নের চৌহদ্দির মধ্যে ঢুকে আসর বসায়
মুসাফির চল আগে বঢ়
তেরা কোই ওয়াতন নেহি…
ছোট্টবেলার তিন তিরিক্কে নয়
নামতা মুখস্থ করতে গিয়ে বারবার
বারবার হোঁচট খেতে খেতে
পরীক্ষার সাদা খাতা সামনে আকাশ পাতাল
ঘামের বিজকুড়ি
কেটে দুম করে মাটিতে আছড়ে ফেলা তৃতীয় বিশ্বের স্বপ্নদঙ্গল
মাঝেমধ্যে হা হা শব্দে জঙ্গল তাড়ানোর
বিকট মূর্তিতে ছুটে এলে
বিভ্রান্ত ভয়ার্ত ডোরাকাটা লাফিয়ে
পড়ে আরেক অনাহারীর ঘাড়ে
মূহুর্তে সময় চুষে খায় বর্তমানের
বোনম্যারো
আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে
দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

16 thoughts on “স্বপ্ন অক্ষর

  1. আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কবিতাটি পড়লাম। অদ্ভুত সুন্দর কবি সৌমিত্র চক্রবর্তী। 

  3. বিভ্রান্ত ভয়ার্ত ডোরাকাটা লাফিয়ে
    পড়ে আরেক অনাহারীর ঘাড়ে
    মূহুর্তে সময় চুষে খায় বর্তমানের
    বোনম্যারো
    আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে
    দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ।

    এমনই তো হচ্ছে, কবি দাদা।  যা হচ্ছে তা আমার কবি দাদার কবিতায় প্রকাশ!  

  4. আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে

    দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ।

    দুুুরন্ত চরণ। মুুুুগ্ধতা একরাশ দাদা।

  5. গড়গড় করে পড়ে গেলাম কবি সৌমিত্র চক্রবর্তী দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. * প্রিয় কবি দাদা, শুভ কামনা সবসময়…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  7. আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে 

    দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ। 

    অসাধারণ প্রকাশhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।