ঘুমের মধ্যে হাতের মুঠোয় ঝুপ করে এসে পড়ে
একঝাঁক চকোলেট
কার কেন কোথায় এসব উনকো ঝুনকো
স্বপ্ন মাকরূহ জাল বুনতে শুরু করলেই
মেঝে ফুঁড়ে কচি কচি হাতের
সফেদ বাদামি
আঙুলের গোছা পায়ের পাতায় সুরাইয়া
ঢেউ তুলে খেলতে খেলতেই সাঁ
করে স্বপ্নের চৌহদ্দির মধ্যে ঢুকে আসর বসায়
মুসাফির চল আগে বঢ়
তেরা কোই ওয়াতন নেহি…
ছোট্টবেলার তিন তিরিক্কে নয়
নামতা মুখস্থ করতে গিয়ে বারবার
বারবার হোঁচট খেতে খেতে
পরীক্ষার সাদা খাতা সামনে আকাশ পাতাল
ঘামের বিজকুড়ি
কেটে দুম করে মাটিতে আছড়ে ফেলা তৃতীয় বিশ্বের স্বপ্নদঙ্গল
মাঝেমধ্যে হা হা শব্দে জঙ্গল তাড়ানোর
বিকট মূর্তিতে ছুটে এলে
বিভ্রান্ত ভয়ার্ত ডোরাকাটা লাফিয়ে
পড়ে আরেক অনাহারীর ঘাড়ে
মূহুর্তে সময় চুষে খায় বর্তমানের
বোনম্যারো
আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে
দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ।
16 thoughts on “স্বপ্ন অক্ষর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ।
ভালোবাসা প্রিয় ভাই।
কবিতাটি পড়লাম। অদ্ভুত সুন্দর কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ সুমন আহমেদ ভাই।
এমনই তো হচ্ছে, কবি দাদা। যা হচ্ছে তা আমার কবি দাদার কবিতায় প্রকাশ!
ভালোবাসা কবি নিতাই বাবু।
আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে
দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ।
দুুুরন্ত চরণ। মুুুুগ্ধতা একরাশ দাদা।
শুভেচ্ছা কবি শংকর দা।
গড়গড় করে পড়ে গেলাম কবি সৌমিত্র চক্রবর্তী দা।
উত্তম কাজ কবি বোন সাজিয়া আফরিন।
* প্রিয় কবি দাদা, শুভ কামনা সবসময়….


ভালোবাসা কবি হুসাইন ভাই।
Darun.
ভালোবাসা ভাইজান।
আলোর উৎসব শেষ হলে নগর তাকিয়ে
দেখে অগ্নিদগ্ধ রক্তশূন্য লাশ।
অসাধারণ প্রকাশ

ভালোবাসা কবি ইসিয়াক ভাই।