জীবনের সঠিক মানে কি!
তা আজো সঠিক ভাবে জানা হয়নি।
জীবন উৎসে নাবী ধান হয়ে
এতটা সময়।
প্রমদা প্রলুব্ধ হয়ে ক্ষনকাল মোহগ্রস্থ
কল্পক ঢঙে জীবন নয়
রুদ্র দোষে জীবনের পোড়া খাই সমুদ্রসমান।
তোমার প্রজ্ঞার বীজে
আমার জমিতে বপন কর
সবুজ দিনের পাণ্ডুলিপি।
_________________
ফটো ডিভাইস : Canon. 55-250mm
অসাধারণ কম্বিনেশন। অভিনন্দন মি. খেয়ালী মন।
প্রমদা প্রলুব্ধ হয়ে ক্ষনকাল মোহগ্রস্থ
কল্পক ঢঙে জীবন নয়
রুদ্র দোষে জীবনের পোড়া খাই সমুদ্রসমান।
দারুণ কবি খেয়ালী মন ভাই।
তোমার প্রজ্ঞার বীজে
আমার জমিতে বপন কর
সবুজ দিনের পাণ্ডুলিপি।
* অসাধারণ….


ছবি এবং কবিতা সুন্দর হয়েছে প্রিয় মন দা।
আজও পারলাম না আমার মনকে বুঝাই তে, পাগল মনে রে-এ-এ, মন কেম এতো কথা বলে!
খুব ভালো লাগলো
ভালোবাসা কবি খেয়ালী ভাই।
সুন্দর।