নৈরাশ্যবাদ আমায় ছোঁয় না, যদিও আশার পথ রুদ্ধ
বক্র পথে হই না আগুয়ান; সরল পথে চলে যুদ্ধ,
সনাতনী ঠিকানা আজো ভুলিনি,
তন্দ্রা চোখে ছুটে চলি, তারই অলিগলি।
জীবন যুদ্ধে হয়েছি কি জয়ী; ভাবিনি কোনদিন
কর্মই ধর্ম ব্রত মেনে চলেছি, নিদ্রাহীন
আজন্ম স্বীয় বিশ্বাসে; প্রত্যয়ের দৃঢ়তায়
দুরন্ত পথের পথিক হয়েছি কোন এক বিমুগ্ধতায়।
মোহ নয়, নয় কোন লালসা; হয়তো আমি রূপসনাতন
যাই ভাবি, তাই করি; হোক জীবনের ছন্দ পতন
বহুগামী হইনি কভু; বিচিত্র সুন্দর দেখেও
দর্শনচারী আমি; তাতেই তৃপ্ত, না পেয়েও।
মোহ নয়, নয় কোন লালসা; হয়তো আমি রূপসনাতন
যাই ভাবি, তাই করি; হোক জীবনের ছন্দ পতন।
কবিতায় স্পষ্টতঃ প্রজ্ঞাময় প্রত্যয় উঠে এসেছে মনে হলো। অভিনন্দন কবি স্যার।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী,
সবাইকে যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন; তা একদিন ইতিহাস হবে।
ভালো থাকুন সবসময়।
আমার মনের কথাগুলো আপনার কবিতার মাঝে খুঁজে পাই। তাই শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।
* ধন্যবাদ প্রিয় কবি….
অনুপ্রাণিত।
মুগ্ধতা। অভিনন্দন কবি দিলওয়ার ভাই।
* ধন্যবাদ প্রিয় কবি, সুমন ভাই…..
দারুণ কবি দিলওয়ার হুসাইন ভাই। ভালোবাসা।
* কৃতজ্ঞ, প্রিয় কবি দাদা….
মোহ নয়, নয় কোন লালসা; হয়তো আমি রূপসনাতন
যাই ভাবি, তাই করি; হোক জীবনের ছন্দ পতন।
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি….
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
* প্রিয় কবি দি, অনেক অনেক ধন্যবাদ….
নৈরাশ্যবাদ যেন আপনাকে না ছুঁয়ে দেয়। ভাল থাকুন কবি ভাই।
* অবশ্যই,
ভালো থাকুন সবসময়….
দুরন্ত পথের পথিক হয়েছি কোন এক বিমুগ্ধতায়।
* ধন্যবাদ প্রিয় কবি….
অসাধারণ

* ধন্যবাদ কবি….