তোমার রূপের শিখায়
আমার মোহের দহন!
সহে না
বিরহের সাত কাহন ভুলে
অহোরাত্রি নৃত্য করে মন,
তারপর আবার
………..সেই পতঙ্গ পতন!!
7 thoughts on “কবিতা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার রূপের শিখায়
আমার মোহের দহন!
সহে না
বিরহের সাত কাহন ভুলে
অহোরাত্রি নৃত্য করে মন,
তারপর আবার
………..সেই পতঙ্গ পতন!!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছবিই তো কবিতা হয়ে গেছে স্যার। শুভ সকাল।
শুভেচ্ছা কবি দাউদ ভাই।
দারুণ কবি দাউদুল ইসলাম ভাই।
শুভেচ্ছা নেবেন কবি ভাই।
শুভেচ্ছা।
অভিনন্দন কবি দাউদ ভাই।