কবিতা

তোমার রূপের শিখায়
আমার মোহের দহন!
সহে না
বিরহের সাত কাহন ভুলে
অহোরাত্রি নৃত্য করে মন,
তারপর আবার
………..সেই পতঙ্গ পতন!!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “কবিতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।