ভালো থাকা না থাকা ১

ভালো থাকা না থাকা ১

গ্রীষ্ম আসে-গ্রীষ্ম যায়, শীত আসে-শীত যায়। স্লো মোশন থেকে প্রকৃতির আসা যাওয়ার নিরবিচ্ছিন্ন গল্পকে যদি হঠাৎ ফাস্ট মোডে চালিয়ে দেওয়া হয়, তাহলে হুশহুশ করে পেরিয়ে যাবে কত রঙ, কখনো উজ্জ্বল কখনো বিবর্ণ। ইতিহাস বড় স্বার্থপর। নিজের স্বার্থের বাইরে একটাও মুখের ছবি সে মনে রাখেনা।

তবুও না চাইলেও ঝেড়েও ফেলে দিতে পারেনা অবাঞ্ছিত ভেঙে যাওয়া স্মৃতির আয়নার টুকরোগুলো। অন্ধকার খাঁজে ওপরের দিকে ভেসে ওঠে ঝলক দেওয়া আলোর কণা। হঠাৎ আলোর প্রতিফলন চোখের পাতায় ফেলে চোখ ধাঁধিয়ে দেয় মুহূর্তের জন্যেও। আর যতই লুকোতে চা’ক, ফাঁকে ফোকরে ভেসে উঠবে জীবনযুদ্ধে হেরে যাওয়া বহু ফুটিফাটা মুখ –”দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম!”

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

16 thoughts on “ভালো থাকা না থাকা ১

  1. অন্ধকার খাঁজে ওপরের দিকে ভেসে ওঠে ঝলক দেওয়া আলোর কণা। যাপিত জীবন।

  2. যতই লুকোতে চা’ক, ফাঁকে ফোকরে ভেসে উঠবে জীবনযুদ্ধে হেরে যাওয়া বহু ফুটিফাটা মুখ –”দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম!” :(

  3. দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম!”

    দাদা, যেভাবেই হোক– আমিও বাঁচতে চাই, বেঁচে থাকতে চাই! 

  4. আর যতই লুকোতে চা’ক, ফাঁকে ফোকরে ভেসে উঠবে জীবনযুদ্ধে হেরে যাওয়া বহু ফুটিফাটা মুখ –”দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম!”

    গভীর জীবনবোধ, ভালোবাসা রইল প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী  দা।   

  5. * অনেক নিখূুঁত ও সাবলীল প্রকাশ প্রিয় কবি দাদা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।