তাল-বেতাল

সুদে-আসলে পাওনাটা
বুঝে নিতে গিয়ে,
তুমি হারিয়ে ফেলেছো
নিজ অস্তিত্বই,
বাঁচার মতো বেঁচে
থাকা চাই, নাহলে
ঝঞ্ঝাট লাগে যে সবই।

ভাঙতে পারি হঠাৎ ঝড়ে,
মচকাবার মানুষ নই।
উড়াতে না পারি ইচ্ছে ঘুড়ি,
ফানুস কিছু স্বপ্নে উড়াবোই।

আমার সুরে এসো না মেলাতে,
তোমার বেসুরো সুরের তাল।
তালেগোলে অন্তঃমিলে
বরবাদ হবে সব গোলমাল।

7 thoughts on “তাল-বেতাল

  1. সুন্দর কবিতার প্রয়াশঃ কবি রোখশানা রফিক। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতায় ভালোবাসা কবি বোন কবি রোখশানা রফিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আমার সুরে এসো না মেলাতে,
    তোমার বেসুরো সুরের তাল।

     

    * শুভ কামনা কবি…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।