সুদে-আসলে পাওনাটা
বুঝে নিতে গিয়ে,
তুমি হারিয়ে ফেলেছো
নিজ অস্তিত্বই,
বাঁচার মতো বেঁচে
থাকা চাই, নাহলে
ঝঞ্ঝাট লাগে যে সবই।
ভাঙতে পারি হঠাৎ ঝড়ে,
মচকাবার মানুষ নই।
উড়াতে না পারি ইচ্ছে ঘুড়ি,
ফানুস কিছু স্বপ্নে উড়াবোই।
আমার সুরে এসো না মেলাতে,
তোমার বেসুরো সুরের তাল।
তালেগোলে অন্তঃমিলে
বরবাদ হবে সব গোলমাল।
সুন্দর কবিতার প্রয়াশঃ কবি রোখশানা রফিক। শুভ সন্ধ্যা।
অভিনন্দন কবি আপা।
সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন।
আপনার অনেক সুন্দর কবিতা আগেও পড়েছি আপা।
কবিতায় ভালোবাসা কবি বোন কবি রোখশানা রফিক।
আমার সুরে এসো না মেলাতে,
তোমার বেসুরো সুরের তাল।
* শুভ কামনা কবি….
সুন্দর প্রিয় কবি দিদি ভাই।