বিলের জলে নীলশালুকের
খিলখিলানো হাসি-
ধানজননীর আনমনা বুক
বাজায় সোনার বাঁশি।
কৃষক-বউয়ের কী শখ জাগে!
টকটকে লাল সিঁথি-
উঠোন-বাড়ি নতুন শাড়ির
ছড়ায় ঘ্রাণের প্রীতি।
অল্প হিমের গল্প -ছড়া
কল্পবায়ে ওড়ে-
মন-হারানো কোন বাউলা
বনের পথে ঘোরে।
স্বপ্ন-নিশির রূপোর শিশির
ছড়ায় ঘাসে কে লো?
এ’মন করে কেমন তো রে
হেমন্ত কি এলো?
গ্রামীন পরিবেশে আজ হেমন্ত কালের আবহ ছড়িয়ে পড়েছে কবি। সুন্দর পদ্য।
হেমন্তে চিরন্তন এই দৃশ্য পট। শুভেচ্ছা মি. শংকর দেবনাথ।
হেমন্ত দিনের ভালোবাসা কবি শংকর দা।
সুন্দর।
অনেক অনেক শুভকামনা প্রিয় কবি দা।
হেমন্তের দিনে আপনাকে শুভেচ্ছা।