প্রথম সেবার নদীর জলে সাঁতার কাটি আমি
প্রথম নদী তুমি আমার জোয়ার কিংবা ভাটি
প্রথম যে দিন বৃষ্টি মাদোল তোমার অঙ্গ ঢাকে
প্রথম সেদিন কাঁপন ধরায় জড়িয়ে ধরার ফাঁকে
প্রথম যে দিন গোলাপ কাঁটায় কাঁটে তোমার হাত
প্রথম সে দিন আমার জন্য ধূসর কালো রাত
প্রথম যখন অষ্ট প্রহর নষ্ট করার দিন
এক প্রহরে তোমার হাতে মেহেদী রঙ্গীন।
প্রথম আমার একলা চলা দৃষ্টিপথে নীল
প্রথম তুমি কারো জন্য তনু করলে বিলীন
প্রথম অামার সীমান্তপথ সীমান্তে হয় শেষ
প্রথম প্রথম বধূবেশে আনন্দ অশেষ
নীল জোসনা,লাল জোসনা, সাদা জোসনার মেলা
কালো জোসনার আলো নিয়ে প্রথম আমার চলা।
এখন প্রথম নষ্টকরি ভালোবাসার মালা
এখন প্রথম চিনতে পারি সুখ বিপরিত জ্বালা
এখন প্রথম স্বপ্ন দেখি সুখের ঘরে কাঁটা
অল্প সল্প ফুলের সুভাস মাতাল পথে হাঁটা।
এইতো প্রথম চোখ ফিরিয়ে আঁচল দিয়ে মুখ ঢাকো
এখন প্রথম ভিন্ন পটে জল রঙেতে ছবি আঁকো
এখন প্রথম আঁকড়ে ধরো স্মৃতির গভীর জল
অনেক সুখে লুকিয়ে রাখো মৌণতার সম্বল।
বুঝতে গিয়ে হারিয়ে গেলো অনেক অনেক দিন
বুঝতে চেয়েও গুলিয়ে ফেলি কে কার কাছে ঋণ।
বুঝতে গিয়ে হারিয়ে গেলো অনেক অনেক দিন
বুঝতে চেয়েও গুলিয়ে ফেলি কে কার কাছে ঋণ।
শব্দ মিলের কবিতায় আমার বিশেষ মর্যাদার একটি জায়গা রয়েছে। অসাধারণ।
অসাধারণ এবং খুবই চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন কবি খেয়ালী ভাই।
অদ্ভুত সুন্দর কবিতা পড়লাম খেয়ালী মন ভাই। কেন যে নিয়মিত লিখছেন না !!
দারুণ অসাধারণ লিখেছেন কবি খেয়ালী ভাই। ভালোবাসা।
অনেক সুন্দর লিখেছেন।শুভেচ্ছা জানবেন।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মন দা।
বুঝতে গিয়ে হারিয়ে গেলো অনেক অনেক দিন
বুঝতে চেয়েও গুলিয়ে ফেলি কে কার কাছে ঋণ। Darun.
বুঝতে গিয়ে হারিয়ে গেলো অনেক অনেক দিন
বুঝতে চেয়েও গুলিয়ে ফেলি কে কার কাছে ঋণ।
* অসাধারণ….
নীল জোসনা, লাল জোসনা, সাদা জোসনার মেলা
কালো জোসনার আলো নিয়ে প্রথম আমার চলা।
সুন্দর কবিতা। একসময় আপনার চিঠি আর সহ-ব্লগারদের চিঠির প্রতি-চিঠি উত্তর বেশ উপভোগ করতাম। সময় কত দ্রুত এগিয়ে যায়।