একটি চুম্বন

তোমার একটি চুম্বনে
রক্তের বিষাদ থেকে একটি অঙ্কুরিত স্বপ্ন
চোখের পল্লব জুড়ে পুষ্পের মত ঝরে পড়ে।

একটি চুম্বন, পরিতৃপ্তির ঢেকুর তুলে
আরক্তিম ঠোঁটের অমর-সম্ভারে।
অথচ সকল সুখের আষ্টেপৃষ্ঠে কোনো চুম্বন নেই।
দিগন্ত ছোঁয়া আকাশ, দুপুরের রৌদ্রে
রাত্রির জোছনায় জ্বলে কোনোখানে
তোমার একটিও চুম্বন নেই।

আর কতকাল থাকে এই নির্জনতা, এই বিষণ্নতা,
নিঃস্বতার দেহে শুধু শূন্য কঙ্কাল-সার।

লজ্জায় আঁচলে মুখ ঢাকা যায়
লুকানো যায় নিজেকে সবার থেকে আড়ালে।
কিন্তু,
বেদনায় ক্ষতবিক্ষত বুকের ভিতর যে মন থাকে
তাকে কিছুতেই ঢাকা ও লুকানো যায় না।

যেখানে প্রথাগত, নীতিগত, এমনকি শৃঙ্খলিত সুখ
সেখানে হেরেমে’র মতো পুষ্পশোভা দেখে
হৃদয় পুড়িয়ে লাভ নেই ।

তোমার একটি চুম্বনের জন্য
মূলত আমি ঈশ্বরের ভিক্ষুক…!

তুমি রাজরাণী, মাথায় রাজ্যের মুকুট
তোমারই হেরেম, আছে উদ্বেলিত সুখ।
নীল রজনীর গোপন আকাশে তোমার আলোকিত
মঞ্চ, উদ্বেল উন্মাদ জনতা।
আমার ভীষণ বিষাদে বুকের রক্ত পাত
বাসি ফুলের শোকধ্বনিতে মন্দিরে বাজে শঙ্খ-ঘন্টা।

২৯/১০/১৯

11 thoughts on “একটি চুম্বন

  1. সতত রোম্যান্টিক ঘরানার লিখা হলেও শব্দ প্রক্ষেপণ যথেষ্ঠ কঠিন মনে হয়েছে কবি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন মি. পথিক সুজন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর হয়েছে কবিতাটি। শুভেচ্ছা কবি সুজন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. তুমি রাজরাণী, মাথায় রাজ্যের মুকুট
    তোমারই হেরেম, আছে উদ্বেলিত সুখ।

    * অনেক সুন্দর প্রকাশ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. রাত্রির জোছনায় জ্বলে কোনোখানে তোমার একটিও চুম্বন নেই। দুঃখজনক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।