চঞ্চল চড়ুইয়ের ঝাঁক
যখন দলবেঁধে নেমে আসে
বৃক্ষশাখায় তাহাদের
দোল খাওয়া নীড়ে,
নীল আকাশ
সন্ধ্যার লালিমায়
ফিকে হয়ে যায়
আজান ধ্বনিতে।
হাওয়াগুলো আলতো
ছুঁয়ে যায় গাছেদের শরীর,
হিম হিম কুয়াশার মৃদু আভাস
ফিসফিসিয়ে বলে
শীতের আগমনী গাঁথা।
সেসময় নির্জনে বসে
দিগন্তে চোখ মেলে
আমি ফিরে আসি আমাতে,
তোমাকে সঁপে দেয়া আমার
কিছু সঙ্গোপন ভালোবাসা,
হাওয়ায় হাওয়ায় মুঠো মুঠো
ছড়িয়ে।
"তোমাকে সঁপে দেয়া আমার কিছু সঙ্গোপন ভালোবাসা,
হাওয়ায় হাওয়ায় মুঠো মুঠো ছড়িয়ে।" ___ এক্সিলেন্ট কবি আপা।
শুভেচ্ছা রইলো কবি। আা করবো শব্দনীড়কে সময় দেবেন। আমরা কিন্তু অপেক্ষায় থাকি।
হাওয়ার গানে চঞ্চল চড়ুইয়ের ঝাঁক। কী অসাধারণ এক দৃশ্য।
তোমাকে সঁপে দেয়া আমার
কিছু সঙ্গোপন ভালোবাসা,
হাওয়ায় হাওয়ায় মুঠো মুঠো
ছড়িয়ে।
* সুন্দর…
দারুণ কবি বোন।
মুগ্ধতা রইলো কবিতায়। শুভেচ্ছা জানবেন।
কবিতায় মুগ্ধতা রাখলাম ।শুভে।