চোখের পলকে কিছু ভুল
লেগে থাকে। কিছু ভাবনারা
রাত্রি জাগে আমার।
কিছু ফুল ফোটে
তুমি আর কারো
খোঁপায় পড়াবে বলে।
কিছু কথা আমূল ছুরি হয়ে
বিঁধে থাকে বুকে।
কথাগুলো ফুল হয়,
ভুলগুলো মেলে দেয়
শতদলের পাপড়ি।
কিছু তার ঝরে পড়ে
শিশিরের মতো টুপটাপ।
তবু খুব ভালোবাসি
এই ভুলের ফসল।
ফুলগুলো কোঁচড়ে
নিই তুলে। খুব করে
চাই, আসছে জনমে
এমন একটি ভুলের
ফসলে ভরে যাক
আমার শস্য ভাণ্ডার।
বেশ ভালো লিখেছেন কবি রোখশানা রফিক। অভিনন্দন জানবেন।
চোখের পলকে কিছু ভুল লেগে থাকে। কিছু ভাবনারা রাত্রি জাগে আমার। শুভেচ্ছা আপু।
শুভেচ্ছা নেবেন কবি আপা।
Dramatic.
শুভেচ্ছা নেবেন কবি দিদি ভাই।
তবু খুব ভালোবাসি এই ভুলের ফসল। ফসলে ভরে যাক আমার শস্য ভাণ্ডার।
কিছু ভুল জীবনে না থাকাই ভালো।