নীরার ক্লান্ত দুপুর

অনেকদিন পর, নতুন করে আবারও লেখালেখিতে ফিরে যাবার চেষ্টা। কিন্তু মনে যেভাবে লেখাগুলো এলো, অক্ষরে সেভাবে রুপ দেয়া গেলো না। না লিখতে লিখতে, শব্দেরা আগের মত ধরা দিতে চাইলো না। তারপরও… নতুনভাবে আরো একবার শুরু হলো গল্প লেখা…

_____________
এক ভাতঘুমে ঢলে পড়া ক্লান্ত দুপুরে, এলোমেলো ভাবছিলো নীরা। ভাবনাগুলো ওকে কষ্ট দিচ্ছিলো। আবার কষ্টের ভিতরে কিছু সুখও ছিলো। সুখগুলো কষ্ট হয়ে পরক্ষণেই আবার কষ্টগুলো সুখে রুপান্তরিত হচ্ছিলো। হৃদয়ের এপিঠ-ওপিঠে লুকিয়ে থাকা প্রেম কতটুকু পুষ্টি পেয়েছে, সেই দুপুরে এমনটাই অনুভব করতে চাইলো নীরা।

অবাক হয় নীরা! কষ্টের অনুভুতি অনুভব করার পাশাপাশি কষ্টের রঙকেও দেখতে পায় সে! নীল জোছনা!!

নীল এর কথায় আরও একদিনের কথা মনে পড়ে। দিনটি ছিল অষ্ট প্রহরব্যাপী নীলাভ জোছনায় ঢাকা। হৃদয়ের দু’কূল প্লাবিত মৌণতায় ভেসে থাকা চাঁদের কণাগুলোও যেন নিঃসঙ্গতার তুলির ছোঁয়ায় আঁকা! এমন দিনে নিজের ভালোবাসার মানুষটিকে, অকপটে মনের কথা বলতে, পিচ ঢালা জোছনাক্লান্ত পথ ধরে সেই বিবর্ণ নগরের দিকে পা বাড়িয়েছিলো নীরা। সঙ্গীহীন, বিবর্ণ ও বিষণ্ণ নীরা, সেদিন সময়ের তালে তালে হেঁটেছিলো পথ নিঝুম নিমগ্ন সুখে!

সেই ছেলেটি, যে ওকে জোছনা দেখাবে বলেছিল একদিন, সে ঐ শহরে থাকে। কাছে-দূরে করে করে বেলা বয়ে গেছে শুধু, নীরার- কিছুই বলা হয়নি তাকে। সেদিন শেষ প্রহরে, নীল জোছনায় ভিজে ভিজে, নীরা ছেলেটির বাড়ীর সামনে গিয়েও ফিরে এসেছিলো। সে আরেক গল্প.. ক্লান্ত দুপুরের এক নষ্ট গল্প।

ভালোবাসা হলো মনের মিলন। বাবা-মেয়ে, ছেলে-মা কিংবা বাবা-ছেলে কিংবা মেয়ে-মা এদের ভিতরে রয়েছে মন ও আত্মার সম্পর্ক। এখানে দেহের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আর প্রেম হলো, ভালোবাসা সহ শারিরীক ও জৈবিক সম্পৃক্ততা।

সেই ছেলেটি ভালোবাসা ছাড়াই কেবল প্রেম করতে চাইলে, সেই ক্লান্ত দুপুরে, ভালোলাগা পুড়ে পুড়ে প্রেম না হয়ে, দাবানল হয়ে শরীর পুড়িয়েছিলো শুধু।

আরেক ক্লান্ত দুপুরে, হৃদয়ের দু’পিঠে তন্নতন্ন করে সুখগুলোকে খুঁজে ফিরে ভাবে নীরা,
– কতটা ভালোবাসি এখনও ওকে, বলা-ই হলো না তাকে!

_____________________________
#নীরার_ক্লান্ত_দুপুর_মামুনের_অণুগল্প_৫৪৮

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

7 thoughts on “নীরার ক্লান্ত দুপুর

  1. অণুগল্পে ভালোবাসা শব্দটির ভালো ব্যবচ্ছেদ করেছেন মি. আল মামুন খান। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. নীরা! কষ্টের অনুভুতি অনুভব করার পাশাপাশি কষ্টের রঙকেও দেখতে পায় সে! >> নীল জোছনা!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. ভালোবাসা হলো মনের মিলন। বাবা-মেয়ে, ছেলে-মা কিংবা বাবা-ছেলে কিংবা মেয়ে-মা এদের ভিতরে রয়েছে মন ও আত্মার সম্পর্ক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. জীবনের গল্প। বস্তুত আমাদের বেশীরভাগ গল্পই জীবন থেকে নেয়া।

  5. হৃদয়ের দু’কূল মৌণতায় চাঁদের কণাগুলোও যেন নিঃসঙ্গতার ছোঁয়ায় আঁকা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. গল্পটা খুব ভালো লাগলো! শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।