মুরুব্বীর নীড়

শব্দনীড় প্রাণের নীড়
উপচে পড়া
কলোকাকলির ভিড় ।

মুরুব্বির ঐকান্তিকতায়
মায়ায় ভালবাসায়
গড়া এই নীড়।

সুচিন্তিত মতামতে
সেতু বন্ধনে রচিত
রঙ্গিন নীড়।

নতুন পাতার সুবাসে
রঙ তুলির আঁচড়ে
সাজলো হৃদয় আকাশে ।

হাযার প্রাণের মেলা
সৃজন আর মননে
মিলনের অপরূপ মেলা।

নীড়ের পাতা মুরুব্বির অভাবে আজ ম্রিয়মান
মুরুব্বীকে সুস্হতা দান করুন রহম করুন হে মহান।

9 thoughts on “মুরুব্বীর নীড়

  1. "নীড়ের পাতা মুরুব্বির অভাবে আজ ম্রিয়মান
    মুরুব্বীর সুস্হতা দান করুন রহম করুন হে মহান।"

    মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, শ্রদ্ধেয় মুরুব্বী দাদাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে তোলেন।  

    1.  তাই  হোক দাদা  এখন কেমন আছেন  জানতে পেরেছেন কি  জানতে পারলে পোস্ট আকারে আপডেট  দিলে ভালো লাগবে  আপনার জন্য ও  শুভকামনা  

       

      এটা যেন   মহামারী র মত ঘরে  ঘরে  হোমিওপ্যা থি  তে একটি ঔষধ নাম আনিকা  ব্লক  হইতে দয় না রক্ত  চলাচল স্বাভাবিক  রাখে  

      মনে হয়  এখানে বলা ঠিক  নয় তবুও বললাম  যদি  কেউ চায়

      1. বারবার ফোন এবং মেসেজ দিয়েও ব্যর্থ হচ্ছি। জানি না, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা এখন কেমন আছে। খবর পেলেই, আপডেট দিবো।         

  2. নীড়ের পাতা মুরুব্বির অভাবে আজ ম্রিয়মান
    মুরুব্বীকে সুস্হতা দান করুন রহম করুন হে মহান।

     

    * আমাদের সবার প্রিয় মুরুব্বীর আশু রোগ মুক্তি কামনা করছি…. আমিন।

    1.  এই ই কামনা আল্লাহ তাআলার  দরবারে

      শুভকামনা রইল

       

  3. আমাদের পরমশ্রদ্ধেয় আপনজন আজাদ কাশ্মীর জামান যিনি মুরুব্বী
    ছন্দনামে সকলের কাছে অতি সুপরিচিত। তাঁর আকস্মিক
    অসুস্থতায় আমরা সকলেই অতি দুঃশ্চিন্তায় আছি।
    কোন প্রকার সংবাদ পেলে শেয়ার করার অনুরোধ রইলো।
    তাঁর সুস্থতার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে
    প্রার্থনা করি।  জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. এ-ই কামনা আমাদের  সবার আজাদ ভাই সুস্থ হয়ে উঠুন

      আপনার  জন্য ও শুভকামনা 

  4. আমি ভালো নেই আপা। শ্বাস প্রশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে।  :(

    1. সালাম আজাদ ভাই। শুনে মন ভারাক্রান্ত আল্লাহ  আপনাকে সুস্থ করুন কায়মনে  কামনা করতেছি  ।মালিক এর উপর  ভরসা করুন  সাহস রাখুন  ইনশাল্লাহ  সুস্হ হয়ে  উঠবেন। 

      কি বলব৷ এটা যেন  কমন রোগ হয়ে গেছে  মহামারি মত ঘরে ঘরে  আমার জানা মতে বাইপাস এর পর সবাই ভালো  আছেন এমন কি গাড়ি ড্রাইভ করে।

       চিন্তা না করে  ডাক্তার ব্যবস্হা মত থাকতে হবে , আপনি ও সুস্থ হয়ে  উঠবেন

      ইনশাল্লাহ  এই দোয়া সর্বান্তকরনে মহানের দরবারে। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।