আমার আমি

আমার আমি কখনোই
আমাকে একা করে দেয়
না, একলা লাগা সময়েও
ছায়া হয়ে থাকে পাশে,
সুর হয়ে গুনগুন গায়
কর্ণকুহরে, ব্যথা হয়ে
বাজে কবিতা প্রহরে।

আর আর লোক ঘৃণা করে,
ঈষৎ ঈর্ষা, বহু মান-অভিমান,
কপটতা আছে, আছে ছলচাতুরী,
মিছেমিছি বন্ধু সাজার ভান ভণিতা।

তারচেয়ে আমার আমিটা
ঘুমপাড়ানিয়া গান নিঝুম রাতের,
জোছনায় বাসর জাগে নিজেরই সাথে, লক্ষ্মী পেঁচা হয়ে সন্ধ্যা নামায়
আমার কুটিরের চালে, কোমল হাতে কুড়োয় ভোরের শেফালী।

একা নির্জনে তোমাদের হাহুতাশ
শুনে অট্টহাসি হাসে আমার আমি,
অযাচিত অন্ধকারে হাতড়ে ফেরো
যখন তোমরা তোমাদের নিজস্ব
তুমিকে ছেড়ে পরদেশী মেঘের দুয়ারে।

6 thoughts on “আমার আমি

  1. তারচেয়ে আমার আমিটা
    ঘুমপাড়ানিয়া গান নিঝুম রাতের,
    জোছনায় বাসর জাগে নিজেরই সাথে, লক্ষ্মী পেঁচা হয়ে সন্ধ্যা নামায়
    আমার কুটিরের চালে, কোমল হাতে কুড়োয় ভোরের শেফালী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কপটতা আছে, আছে ছলচাতুরী,
    মিছেমিছি বন্ধু সাজার ভান ভণিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবিতার শাব্দিক স্বাচ্ছন্দ্যতা বেশ ভালো লাগে আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. আপনার কবিতার সরলতা হৃদয় ছোঁয় প্রিয় কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. জোছনায় বাসর জাগে নিজেরই সাথে, লক্ষ্মী পেঁচা হয়ে সন্ধ্যা নামায়
    আমার কুটিরের চালে, কোমল হাতে কুড়োয় ভোরের শেফালী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।