আমিও তেমনি থাকি

এখন আর কারো সাথে অভিমান করি না
পাথর আর জল যেভাবে মিশে থাকে
আমিও তেমনি থাকি
আমিও তেমনি থাকার অনন্তর চেষ্টা করি!

দিন শেষে যখন আকাশে কিছু নক্ষত্র মিটিমিটি করে
আমি ওদের কিছু কথা বলি
ওরা হাঁটলে আমি হাঁটতে থাকি
ওরা কাঁদলে আমিও কাঁদতে থাকি
ওরা হাসলে আমিও হাসতে থাকি,!

আবার বেদিল দিন যখন রাত্রিকে হটিয়ে দেয়
তখন আমি আসমুদ্রহিমাচলের কথা ভাবি
তখন আমি আসন্ন শীতে জবুথবু থাকার কথা ভাবি!!

6 thoughts on “আমিও তেমনি থাকি

  1. আবার বেদিল দিন যখন রাত্রিকে হটিয়ে দেয়
    তখন আমি আসমুদ্রহিমাচলের কথা ভাবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।