ঝিম ধরে আছে সময়ের ট্রেন।
ছু৳ছি সবাই , কিন্তু যাচ্ছি না কোথাও।
অবিরাম ঝরে পড়ে ভোরের কুয়াশা
দিকশূন্যপুরের স্টেশন এ।
দূরে শোনা যায় অনাগত দিনের হুইসেল।
চোখে তারে যায় নাকো দেখা।
কেবলি শঙ্কা-ভয় ঠাঁই করে নেয়
হৃদয়ের ফাঁকা প্ল্যাটফর্মে।
তবু হৃদয়ের ‘পরে রেখে আলগোছে
হৃদয়ে জমানো ব্যথা, খুব নিঃশ্চুপে
পার হতে হয় জীবনপুর জংশন।
থেমে থাকে নাকো,
ট্রেন চলে যায় বহুদূরে।
প্রচ্ছদের মতো অপূর্ব একটি দৃশ্য মনের মধ্যে জেগে উঠলো কবি দিদি ভাই।
দারুণ আপা।
শুভেচ্ছা জানবেন কবি।
অভিনন্দন কবি। শুভেচ্ছা জানবেন।
শুভেচ্ছা প্রিয় কবি বোন।