বিষণ্নতাকে কত বলেছি……এবার ছুটি নাও,
এবার ছুটি নাও;
দেখো ওইখানে সাদা সাদা বরফের পাহাড়
পাহাড়ের উপর পাহাড় জমে আছে বেদনার!
আরো বলতে বাকি রাখিনি
কুবের মাঝির নৌকাটা অনেকদিন ধরে একা
কেউ জানে না তার নাম এখন আল্লারাখা!
আরও বলতে চেয়েছিলাম….. দেখে এসো
টিপু সুলতানের তরবারিটা কেমন জং ধরা!
যে কলমের কালি নেই
ঠিক যেনো তার মতো মনমরা!
আসলে কে শোনে কার কথা? অন্যের বেলায়
সবাই দিতে পারে স্নেহ, শর্করা, আশালতা;
তবুও তুমি দু’দণ্ড ছুটি নাও হে প্রিয়তমা বিষণ্নতা!!
বিষণ্নতাকে নিঃশর্ত ছুটি দিয়ে দিন। আমিও দিই প্রিয় কবি দা। শান্তি পাই।
শুভেচ্ছা নেবেন কবি।
একরাশ শুভকামনা প্রিয় কবি জসীম ভাই।
সুন্দর লিখেছেন।
দু'দণ্ড ছুটি নাও হে বিষণ্নতা।