“অভাব দেখালে তুমি
ডুবে যাবে দিন
অভাবের কাছে যার
অনেক বেশি ঋণ…” – জাহিদ জগৎ।
______________________
ঋণ করে দিন যায়
হেঁটে চলি খালি পা’য়ে
শুধিবো কেমনে ঋণ
করি হায় হায়।
ধার করে বারবেলা
গলা চাপে কালবেলে
কারবালার মগজ গলে
মহাজনের পায়।
প্রেমের বৈশাখী ভাব
ক্ষুধাতে পালায়।
এ সত্যকে অস্বীকারের জো নেই প্রিয় মন দা। শুভ সকালের শুভ শুভেচ্ছা।
কোট অংশের চাইতে আপনার অংশ বিশেষ ভালো হয়েছে কবি খেয়ালী ভাই।
অসাধারণ কম্পেয়ারিজম।
সব মিলিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশা মি. খেয়ালী মন।
এক্সিলেন্ট প্রিয় কবি খেয়ালী মন ভাই। চলছে লড়াই চলুক।