তেষ্টা নাকি তৃষিত ছাড়া কেউ বোঝেনা।
কষ্ট ছাড়া কেষ্ট নাকি কভু মেলেনা।
বৃষ্টি ছাড়া চাতকের তৃষ্ণা মেটেনা।
কোকিলের পা কভু নাকি মাটিতে পড়েনা।
শিশির জমা এক ফোটা জল তৃষিত প্রাণের বাসনা।
10 thoughts on “তৃষিত প্রাণ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তেষ্টা নাকি তৃষিত ছাড়া কেউ বোঝেনা।
কষ্ট ছাড়া কেষ্ট নাকি কভু মেলেনা।
বৃষ্টি ছাড়া চাতকের তৃষ্ণা মেটেনা।
কোকিলের পা কভু নাকি মাটিতে পড়েনা।
শিশির জমা এক ফোটা জল তৃষিত প্রাণের বাসনা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
লেখাটিতে শিরোনাম দিতে ভুলে গেছেন দিদি ভাই।
বৃষ্টি ছাড়া চাতকের তৃষ্ণা মেটেনা। প্রত্যেকটি লাইনে অসাধারণ উপমার ব্যবহার।
ধন্যবাদ দিদি সত্যি তাই এখন দিয়ে দিলাম। শুভকামনা নিরবধি
সুন্দর লেখায় অভিনন্দন কবি আপা।
ধন্যবাদ সাজিয়া ভালো লাগা রইল শুভেচ্ছা তোমাকেও
ভারী সুন্দর হয়েছে আপা।
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আমারও শুভকামনা সব সময়
শিশির জমা এক ফোটা জল তৃষিত প্রাণের বাসনা।
* ভাবগাম্ভীর্য়পূর্ণ বক্তব্য! অভিনন্দন কবি…
আমার কাছে ভালো লেগেছে আপনার প্রয়াশঃ। অভিনন্দন আপা।
ধন্যবাদ কবি
(যা কোন কিছুর জন্য তৃষ্ণা প্রাণ ওষ্ঠাগত হয়)
শুভকামনা সব সময়
চমৎকার প্রিয় শ্রদ্ধেয়া।