বয়সী দুপর এঁকে দিচ্ছে
বিকেলের একগলা রোদ্দুরে
দ্বিপ্রাহরিক নিলাম।
দিগন্ত অবধি গলা চেঁচিয়ে বলছে
” নিলাম, নিলাম, নিলাম! ”
নিলাম হবে সকাল বেলার বাসি বকুল ফুল
নিলাম হবে বুকের ভিতর উথালপাতাল স্বপ্ন ।
বুকের পশমে অগ্রহায়ন এর জল জমেছে,
আজ এক চিমটি গোধূলির নিলাম হবে।
রাতের মুখ হয়েছে ভার, কুয়াশার দখলে তার ভূমি।
আমার কিছু মৃদু-উষ্ণ হাওয়া ওমের আকাশ,
যত্নে রাখা শীতের কিছু ওম,নিলাম হবে ।
আর নিলাম হবে ” যত্নে রাখা প্রেম ”
তোমার বুকের আগল খুলে নিবে কি ?
সারাক্ষণ শুধু ঘন্টা ধ্বনি বাজে বুকের তলে
দিনরাত্রি রাত্রিদিন জলের ঢেউ। আলগা মাটির ক্ষয়।
সন্ধ্যার উঠোনে আগুন জ্বলে ধিকিধিকি ।
ঘন অন্ধকার । শুন সান রাত্রি ।
তবুও কেউ বাজিয়ে যায় ওষ্ঠের কম্পন, মাতাল ভঙ্গিমা।
মাঝে মাঝে বুকের ভিতর সীমাহীন ধুক ধুক।
শব্দহীন। তাও কানে বাজে,
” নিলাম, নিলাম, নিলাম! ”
৩০/১১/১৯
ভালোবাসা কবি পথিক সুজন ভাই।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
কবিতাটি পছন্দ করলাম মি. পথিক সুজন। শুভসকাল।
ঘন অন্ধকার । শুন সান রাত্রি ।
তবুও কেউ বাজিয়ে যায় ওষ্ঠের কম্পন, মাতাল ভঙ্গিমা।
* সুন্দর….
অনেক সুন্দর কবিতা কবি ভাই।
১০০ তে ১০০ নাম্বার কবি সুজন ভাই।
অসাধারণ সুন্দর কবিতা প্রিয় কবি দা।