—–বিন্দুতে ঐ শূন্য টেনে শূন্য পথে একলা হাঁটা
ঐ চেয়ে দ্যাখো
ঘুরছে পৃথিবী; আমি তুমিও সাথে সাথে
পাঁজর ভেঙ্গে পড়ছে খসে
নক্ষত্রের ঐ পেন্ডুলাম বুনে!
যাতনা সুখের গোলাক ধাঁধা
বুদ্ধি গিলে পণ্ডিত হই।
আমি তুমি ঘুরছি বেকার পৃথিবী নামের
সমতলে; বিন্দুতে যে বিন্দু মিশে
সবাই তাই সস্থি খুঁজে!
অমানিশা আর মোহনেশা
সবই তো ঐ বিন্দুতেই
কারুকার্য্যে জোঁকার সেজে অভিনয়ের
পাল্লা ধরে।
বোধের কাঙ্গাল ছলচাতুরি
পাপপূণ্যের হিসাব দ্যাখো; আমি তুমি রইব একা
বিন্দুতে ঐ শূন্য টেনে শূন্য পথে একলা হাঁটা।
১৪২৬/কার্তিক/ শরতকাল/বিষয়শ্রেণী: জীবনমুখী কবিতা, রূপক কবিতা
যাতনা সুখের গোলাক ধাঁধায় বুদ্ধি গিলে পণ্ডিত হই। চমৎকার।
কবিকে আমার হেমন্ত ভালোবাসা।
দারুণ কবি মান্নান ভাই।
কবি সুমন ভাইকে আমার ভালোবাসা।
সুন্দর।
বাংলার অগ্রহায়নের ভালোবাসা কবি।
অনেক সুন্দর লিখেছেন শ্রদ্ধেয়
ভাই পথিক, আমার ভালোবাসা রইল
ভালোবাসা কবি বস্।
কবি দা আমার ভালোবাসা জানবেন।
জীবনমুখী কবিতায় রূপক কবিতার স্বাদ। মাল্টি ট্যালেন্টেড।
বন্ধু আমার ভালোবাসা যেন,
শরীরের যত্ন নিও,,,,,,,,

বোধের কাঙ্গাল ছলচাতুরি
পাপপূণ্যের হিসাব দ্যাখো; আমি তুমি রইব একা
বিন্দুতে ঐ শূন্য টেনে শূন্য পথে একলা হাঁটা।
* অসাধারণ….
কবি ভাই আমার ভালোবাসা জানবেন।