একটি শব্দ ধর্ষণ
ইস্ কি দুর্বিষহ যন্ত্রনা আছে শব্দটাতে
কি মর্মান্তিক নিষ্ঠুরতা জড়িয়ে আছে তাতে ৷
একটা অসহায় নারী আর কতো আকুতি
তবুও বেমালুম ভুলে গেলি নারীই তোর জন্মদাত্রী
নির্দ্বিধায় ঝাঁপিয়ে পরলি দেখে অসহায় নারী
ধর্ষণ করে নর্দমায় ফেলে তৃপ্তির হাসি হাসলি ৷
তোর তো শালা চেহারায় মানুষের আবাস
অথচ অন্তরে তোর হিংস্র পশুর বাস ৷
যে নারীর চোখে আগামী জয়ের স্বপ্ন ভাসে
অসহায় নামক বেড়াজালে রাখলি তাকে ঘিরে
আর সুযোগ বুঝে সেঁটে দিলি
ধর্ষণ নামক সাইনবোর্ডটা ওর গায়ে ৷
শব্দ প্রক্ষেপণে লিখাটি অসাধারণ মানের হয়েছে। কোন সন্দেহ নেই মি. মোস্তাক।
শব্দ ধর্ষণ
ইস্ কি দুর্বিষহ যন্ত্রনা আছে শব্দটাতে
কি মর্মান্তিক নিষ্ঠুরতা জড়িয়ে আছে তাতে ৷মহাসত্য।
আপনার কবিতার কথার আড়ালেও অনেক কথা থেকে যায়। অভিনন্দন কবি ভাই।
অসহায় নামক বেড়াজালে রাখলি তাকে ঘিরে
আর সুযোগ বুঝে সেঁটে দিলি
ধর্ষণ নামক সাইনবোর্ডটা ওর গায়ে ৷
* নির্মম বাস্তবতা….
দূর্দান্ত।
আপনার কবিতার ধাঁচ প্রায় একই রকম। পড়তে ভালো লাগে।