হারিয়ে তোমায় ভালবাসি আজ

হারিয়ে তোমায় ভালবাসি আজ

তুমি যে কী ছিলে আমার
ওগো বুঝে এল ঠিক তোমাকে
হুটকরে ছেড়ে আসবার পর,
দরিদ্র অভাবী তোমার বুকেই যে
রয়ে গেছে আমার ফেলে আসা
ঘোরলাগা স্বপ্নের সোনালী শহর

শহরের চিরচেনা পথঘাট সেই পুরনো
গলি, গলির মাথার মসজিদ আর
তার পাশে সাদা ধবধবে চুনমাখা বাড়ি,
বাড়ি ভরা মানুষের কলরব, আব্বার
ধমক আম্মার আদর, ভাইবোনের খুনসুটি
রিক্সার টুংটাং আর কিছু ফেরিওয়ালার গাড়ি

প্রেমিকার যে এলাকা, সেও তো ছেড়ে গেছি
তোমারই কোলে, তোমার মাটিতেই তো সে
হাঁটছে কিংবা ঘাসের উপর বসছে, শীতের
এমন ভূমিকা স্বরূপ আজ নামল যে কুয়াশা
হেমন্তের বাতাসে, কে জানে তার ভেজা আবেশে
অনিচ্ছায় সে আমায় নিয়ে কী কথা ভাবছে

আজও হয়ত তোমার ভোরেই জেগে ওঠছে
অনভিজ্ঞ আরো কোটি প্রাণ, তারা জাগছে আর
ভাবছে তুমি নিরীহ অসহায়, অনেক হয়েছে
আর নয় এবার যেতে হবে ‘তোমাকে’ ছেড়ে,
কেবল দূরের সকালে আমিই জানছি তুমি
নাই, তাই পুরান সুখেরা ডাকে শুধু হাত নেড়ে

যখন ছিলাম তখন তোমায় আমিও তো করেছি
হেলা, চোখ তুলে দেখেনি তোমায় জেনেছি তুচ্ছ
ভেবেছি অজ্ঞানে মহাবিশ্বে তুমি কেবলই ‘আনাড়ি’, আজ শত সহস্র দূরে এসে একাএকা বসে কী যে মনোরম লাগে দেখে তোমার গাঢ় সবুজের জমিনে লাল রক্তের বৃত্ত এঁকে উড়তে থাকা সেই শাড়ী

তোমাকে ছেড়ে এসেই মূলত আজ তোমার প্রকৃত প্রেমে পড়ে গেছি, ভুলে গেছি অতীতের সব পাওয়া না পাওয়ার দুঃখ আর পুরনো যতসব হিসেব নিকেশ,
তোমাকে দূরে রেখে খোদার কসম
আজ মন ভাল নেই প্রিয় বাংলাদেশ।

আহমাদ মাগফুর সম্পর্কে

আমি অতি ক্ষুদ্র এক মানবসন্তান। জীবনের অর্থ খুঁজতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছি। তবুও খুঁজি....। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলে লিখতে বসি। পাশে যারা থাকেন তারা সেই লেখাকে কবিতা বলে, আবার কেও বলে গল্প। কিন্তু আমার কাছে ওই স-ব কিছুই কেবল নিজের কথা...., আমার মনের কথা। তবে কেও চাইলে সেগুলোকে বকা ঝকাও বলতে পারেন! আমি কিচ্ছু মনে করবো না। কারন আমার মত মানুষের মনে করবার মত কিছুই থাকে না। :)

12 thoughts on “হারিয়ে তোমায় ভালবাসি আজ

  1. তোমাকে ছেড়ে এসেই মূলত আজ তোমার প্রকৃত প্রেমে পড়ে গেছি, ভুলে গেছি অতীতের সব পাওয়া না পাওয়ার দুঃখ আর পুরনো যতসব হিসেব নিকেশ,
    তোমাকে দূরে রেখে খোদার কসম
    আজ মন ভাল নেই প্রিয় বাংলাদেশ।

     

    * অসাধারণ…… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মানসম্মত একটি কবিতা। আমার কাছে মনে হয়েছে কবিতাটি আবৃত্তি করার উপযোগী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মুরব্বী, আপনি বরাবরই প্রেরণার বাতিঘর। অনেক ভালবাসা! ♥

      সম্ভব হলে আপনার কণ্ঠে এর আবৃতি শুনতে চাই! ♥

  3. অসাধারণ হয়েছে লিখাটি মাগফুর ভাই। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। :)

  4. আজ শত সহস্র দূরে এসে একাএকা বসে কী যে মনোরম লাগে দেখে তোমার গাঢ় সবুজের জমিনে লাল রক্তের বৃত্ত এঁকে উড়তে থাকা সেই শাড়ী। অসাধারণ ভাবনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. দূরে যাওয়ার পতাকাটাকে মায়ের শাড়ির মতই বারবার মনে পড়ে। পাঠ এবং অভিব্যক্তি প্রকাশের জন্য শুকরিয়া! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অনেক ভালবাসা আর শ্রদ্ধা হে, দূরে বসেও কাছে থাকার মানুষ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।