গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৮ (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
মাটিতে নিকানো ঘর, মাটির পাঁচিলে,
জোড়াশালিকের রোজ সেথা দেখা মিলে।
কাক দুটি বাড়িময় করে চিত্কার,
কভু আসে কবুতর উঠানে আমার।
মাটির উঠানে ধান খেতে আসে হাঁস,
চড়ুই বাড়ির চালে সুখে করে বাস।
বাড়ির বেড়ার ধারে পুকুরের পাড়ে,
মুরগীরা ডাক দেয় রোজ বাঁশঝাড়ে।
আমার বাড়ির পাশে তরুর শাখায়,
বনটিয়া আসে যায় পাখি গীত গায়।
সারাদিন কেটে যায় পাখিদের সাথে,
সাঁঝের আঁধার নামে চাঁদ উঠে রাতে।
মাঝরাতে কভু শুনি পেঁচা উঠে ডেকে,
প্রভাতে অরুণ হাসে লাল রং মেখে।
অভিনন্দন কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। আপনার সুস্বাস্থ্য কামনা করি
জয়গুরু!
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার। আমারও কবি।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
মাটির উঠানে ধান খেতে আসে হাঁস,
চড়ুই বাড়ির চালে সুখে করে বাস।
বাড়ির বেড়ার ধারে পুকুরের পাড়ে,
মুরগীরা ডাক দেয় রোজ বাঁশঝাড়ে।
কী অসাধারণ একটি শব্দ চিত্র।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
অজয় আছে হৃদয়ে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
প্রাণ হরা কবিতা প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
জয়গুরু!