লোকে যা চায় পায় না বন্ধু
চায়না যা তাই পায়,
আপন ছেড়ে চায়না যেতে
তবু যেতেই হয়।
হাসতে যতই চাওনা কেন
কাঁদতে তোমার হবেই,
যতই থাকুক টাকা কড়ি
অভাব লেগে রবেই।
থাকুক সারা জীবন জুড়ে
হাসির কোলাহল,
তৈরী থাকো কাল বা পরশু
ঝরবে চোখের জল।
আপন জনা বন্ধু স্বজন
ঘুরছে চারিদিকে,
সবাই একদিন চলে যাবে
তোমায় একলা রেখে।
জীবন যৌবন সবই সপে
করলে যাকে আপন,
সেও না তোমার আড়াল হয়ে
দেখো কিছু ক্ষণ।
ভয়ে ভয়ে বন্ধু তুমি
থাকো যতই দূরে,
মরণ তোমায় সময় হলেই
নিবে আপন করে।
আমার আমার করছ কেন
তোমার কিছুই নয়,
লোকে যা চায় পায় না বন্ধু
চায়না যা তাই পায়।
পড়লাম কবি মি. নূর ইমাম শেখ বাবু। আমার আমার করছি কেন আমার কিছুই নয়।
ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।
থাকুক সারা জীবন জুড়ে হাসির কোলাহল,
তৈরী থাকো কাল বা পরশু ঝরবে চোখের জল।
ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।
কবিতায় বাস্তবতা এবং আমাদের পারিপার্শ্বিক সত্যতা।
ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।
ভালোবাসা কবি বাবু ভাই।
ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।