এতোটা ভাবিনি…..
দিন রাত হবে, রাত দিন হবে
অসাড় পরে থাকবে হেমন্তের বাতিঘর!
কাঁচুলিও মাদুলি পরবে
পুকুরেও নুপুর খেলা করবে
তুমিও একদিন হবে আমার পর!
এতোটা ভাবিনি…..
নুনের ছিঁটা গোনবে পথ
ঘুম ভেঙে কুসুম দেখবে ভেঙেছে শপথ!
জলেও জলাঞ্জলি হবে
শেওড়া পাতায় কবিতা লেখা হবে
চাওয়া হবেনা কবির কোনো মতামত…!!
জলেও জলাঞ্জলি হবে
শেওড়া পাতায় কবিতা লেখা হবে
চাওয়া হবেনা কবির কোনো মতামত…!!
চমৎকার কবি জসীম ভাই।
যেন আপনি পাঠকের মনের কথাই বলে দিয়েছেন কবি ভাই।
এতোটা ভাবিনি…..
নুনের ছিঁটা গোনবে পথ
ঘুম ভেঙে কুসুম দেখবে ভেঙেছে শপথ!
সুন্দর।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।