আমারে তুলে নাও-পতাকা, তোমার উন্মাতাল দ্রাক্ষাকুঞ্জে
সলিল আকাশে-কুসুম মন ওড়ায়ে দেব রক্ত ঋতুর দেশে-
ভাসিয়ে দেব পরশ উত্থান, ধূলির লাঙ্গলে বুনে যাবে
মৌন গলানো-চাষ, ভাঙাচুরা গোপন আঁতুড়ঘর;
বেপরোয়া গল্প বেরোয়-শরমালাই, চিনচিন শ্রুতিপ্রবণে ঠোঁট পোড়ে
শুনে রেখ এই বুকে আলগা আগুন জ্বলে-নজরে ত্রাস,
নিষেধের নাগী, সারি সারি মানুষের দেহকে ঘুম পাড়ায়,
রাত্রি ওঠে জেগে, উপায় একটা আমি পালাতে চাই না-
তোমার উদারা মমতর জেরে জোড় হাতে বিছায়ে দিয়েছি
দেখো-নোঙ্গর ডানা-বেদনার খাঁচাবন গোছানো
রক্তগোলাপের বাগান-আহারে হৃদয়ে সংগীত বাজে-
শুনে যাচ্ছে জংলার পাখি, বৃক্ষ-রাষ্ট্রমিনার-অতকিছু বুঝি না
গোপন পরিমাপে উঠানের মেঝেতে এককালীন শীতল ঔরস চাই
অতকিছু বুঝি না গোপন পরিমাপে উঠানের মেঝেতে এককালীন শীতল ঔরস চাই।
আপনার কাব্য মেধার প্রতি সম্মান জানাই কবি টিপু সুলতান ভাই। ভালোবাসা।
তোমার উদারা মমতর জেরে জোড় হাতে বিছায়ে দিয়েছি
দেখো-নোঙ্গর ডানা-বেদনার খাঁচাবন গোছানো
রক্তগোলাপের বাগান-আহারে হৃদয়ে সংগীত বাজে-
চমৎকার মানের কবিতা।
অসাধারণ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।