গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-১০ (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে স্নেহছায়া আছে ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর নব নব আশা।
প্রভাতে অরুণ রবি ওঠে পূর্বাকাশে,
আমাদের ছোট গ্রাম অজয়ের পাশে।
পাঠশালে শিশু সবে করয়ে পঠন,
পাখিদের গান শুনে হরষিত মন।
ফুলবনে ফুটে কলি সৌরভ ছড়ায়,
মধুলোভে অলিদল গুন গুন গায়।
গ্রামবাসী সবে ভাবি আপনার জন,
এ গাঁয়ের সকলেই আমার আপন।
অজয়ের তীরে গ্রাম সবুজের ছায়া,
গাঁয়ের মধ্যেতে পাই মমতা ও মায়া।
আমাদের গ্রামখানি অতি মনোহর,
দূরে ওই দেখা যায় অজয়ের চর।
অজয়ের তীরে গ্রাম সবুজের ছায়া,
গাঁয়ের মধ্যেতে পাই মমতা ও মায়া।
আপনি সৌভাগ্যবান কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী। অভিনন্দন।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আপনার শারীরিক সুস্থতা কামনা করি।
জয়গুরু!
অভিনন্দন কবি ভাণ্ডারী দা। অসাধারণ আপনার এই ধারাবাহিক।
এমন ঝরঝরে কবিতা বারবার করে পড়া যায়। অভিনন্দন জানবেন দাদা।
আমাদের গ্রামখানি অতি মনোহর, দূরে ওই দেখা যায় অজয়ের চর। আহা কী সুন্দর ছবি।
গ্রাম আমার কাছে সবচেয়ে আপন।