নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান জ্বলন্ত কবিতা ১ প্রথম পর্ব

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান…..দেশের সম্মান।

তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সংবাদপত্রে প্রকাশ: হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে ৪ অভিযুক্তের পুলিশ এনকাউন্টারে মৃত্যু। হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল ও খুনের ঘটনায় চার অভিযুক্তের। তদন্তের জন্য তাদের ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, সেখান থেকেই পালানোর চেষ্টা করে তারা। তারপরই পুলিশের গুলিতে অভিযুক্তদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সাইবরাবাদের পুলিশ কমিনশনার। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেলঙ্গানার আইনমন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডি জানিয়েছেন, ‘অভিযুক্তরা পুলিশের অস্ত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করে। গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় অভিযুক্তদের’। ভগবান অভিযুক্তদের শাস্তি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার পুনর্নির্মাণের জন্য চার অভিযুক্তকে সেখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় সামসাবাদে ৪৪ নন্বর জাতীয় স়ড়কের কাছে আন্ডার পাসে। ওই জায়গায়তেই ধর্ষিতা চিকিত্সকের দগ্ধ দেহ পাওয়া গিয়েছিল। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করতেই শুক্রবার ভোররাতে অভিযুক্তদের সেখানে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে ওই চার জন। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় ওই চার অভিযুক্তের। সাইবারাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, অভিযুক্ত আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেশাভুলু পুলিশের গুলিতে মারা গিয়েছে। ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পথে সাদনগরে চাতানপল্লিতে থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। ঘটনাটি হয়েছে শুক্রবার রাত তিনটে থেকে ভোর ছ’টার মধ্যে।

ঘটনাস্থলে গিয়েছেন হায়দরাবাদের পুলিশ আধিকারিকরা।

গত ২৮ নভেম্বর তেলঙ্গানায় শামশাবাদের আউটার রিং রোডের আন্ডারপাসের নীচে উদ্ধার হয় ওই চিকিত্সকের পোড়া দেহ। আগের দিন অর্থাত্ ২৭ নভেম্বর হায়দরাবাদ শহর ৫০ কিলোমিটার দূরে শামশাবাদে টোল প্লাজার কাছে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। পরে আউটার রিং রোডের আন্ডারপাসের কাছে দেহটিতে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

কল্লুরু গ্রামের একটি পশু-হাসপাতালে কাজ করতেন ওই তরুণী চিকিত্সক। তদন্তে পুলিশ জেনেছে, ঘটনার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে প্রথমে গোচিবাওলিতে এক চর্মচিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। নিজের স্কুটারটি শামশাবাদ টোল প্লাজার কাছে রেখে ট্যাক্সি নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে তিনি দেখা করতে যান। ফিরে এসে দেখেন, স্কুটারের পিছনের চাকাটি পাংচার হয়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ টোল প্লাজ়ায় তরুণী চিকিৎসককে স্কুটার রাখতে দেখেই তাঁকে ধর্ষণের ছক কষেছিল চার অভিযুক্ত। তরুণী ট্যাক্সিতে চলে যেতেই স্কুটারের চাকা ফাঁসিয়ে দেয় নবীন। তরুণী ফিরে আসার পরে আরিফ বলে, চাকা তারা সারিয়ে দেবে। স্কুটার নিয়ে শিবা চলে যায়। তখন আরিফ, নবীন এবং চিন্তকুন্ত টোল প্লাজ়ার কাছেই একটি ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে তরুণীকে। চাকা সারিয়ে ফিরে এসে ধর্ষণ করে শিবাও। তরুণীর মুখ চেপে ধরে আরিফ। তরুণী নিথর না-হয়ে যাওয়া পর্যন্ত মুখ থেকে হাত সরায়নি সে। এর পরে স্কুটারটি নিয়ে কয়েক বোতল পেট্রল কেনে দু’জন। অন্য দু’জন আরিফের লরিতে দেহ নিয়ে যায় আন্ডারপাসে। কিছুটা পেট্রল বার করা হয় তরুণীর স্কুটার থেকেও। এর পরে আন্ডারপাসের এক কোণে দেহ নামিয়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে পালায় তারা। পরের দিন ভোরে এক দুধ-বিক্রেতা সেখানে দেহটি জ্বলতে দেখে পুলিশে খবর দেন।

তদন্ত জানা যায় তরুণী চিকিত্সকক ওই টোল প্লাজা থেকে রাত সওয়া ৯টা নাগাদ বোনকে ফোন করে বলেন, দুই ট্রাকচালক তাঁকে সাহায্য করবে বলছে। তাঁর আপত্তি সত্ত্বেও টায়ার সারিয়ে দেবে বলে স্কুটার নিয়ে চলে গিয়েছে এক জন। বোন তাঁকে পরামর্শ দেন, স্কুটারটি রেখে ট্যাক্সি ধরে চলে আসতে। সে-ই শেষ কথা। পৌনে ১০টায় বোন আবার ফোন করে দেখেন, মোবাইল বন্ধ। পরের দিন সকালে শামশাবাদের আউটার রিং রোডের আন্ডারপাসের নীচে ওই চিকিৎসকের পোড়া দেহাংশ মেলে।

যেখানে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ সেই ঘটনাস্থলে পৌঁছে যায় আনন্দবাজার: ঘটনারর ২৪ ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করে সাইবারাবাদ পুলিশ। মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু (২০) নামে এই চার জনই ট্রাকের কর্মী। এ দিনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই চার অভিযুক্তেরই।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান…..দেশের সম্মান।
জ্বলন্ত কবিতা-১ (প্রথম পর্ব)

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

মরেছে প্রিয়াংকা অভিমান নিয়ে দগ্ধ হয়েছে কায়া,
সেদিন হতে নিখিল জগতে নেমেছে শোকের ছায়া।
শোন কান পেতে রাত্রি নিশীথে হাসে কারা খলখল,
হিসাব রাখি না অযুত প্রিয়ংকা অগ্নি-দগ্ধ অবিরল।

দিকেদিকে চলে নারী-ধর্ষণ আর হত্যা রক্ত আর্তনাদ,
নারীরা ধর্ষিতা প্রতি পলেপলে, কারা পাতে মৃত্যুফাঁদ?
প্রিয়ংকারা হেথা জ্বলে পুড়ে মরে পায় নাকো সুবিচার;
ধর্ষকে আজ ছেয়ে আছে দেশ, দেশ জুড়ে হাহাকার।

জ্বলিছে প্রিয়াংকা পেট্রোল দহনে ভাষাহীন চিত্কার,
জীবন্ত দগ্ধ হল বিভত্স দেহ পশু-ডাক্তার প্রিয়াংকার।
রমণী জাতির চরম লাঞ্ছনা শেষে আগুনেই হলো শেষ,
আগুন জ্বলুক দিকেদিকে আজ জেগে উঠুক সারাদেশ।

নারীর সম্মান দেশের সম্মান ……বাঁচাও জাতির মান,
নারীর অপমান জাতির অপমান গাও তাদের জয়গান।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

10 thoughts on “নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান জ্বলন্ত কবিতা ১ প্রথম পর্ব

  1. নারীর অপমান….. জাতির অপমান
    নারীর সম্মান…..দেশের সম্মান।

    শত মুখে সহমত। মানুষ তার সামাজিক অধিকার নিয়ে বেঁচে থাকবে এটাই চাওয়া।

    1. সুন্দর মন্তব্যে প্রীত হলাম। আপনার সুস্বাস্থ্য আমাদের ভরসা।
      সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুন। এই শুভকামনা।
      জয়গুরু!

  2. সংবাদটি আমি দেখেছি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন মতামত পড়েছি। ঘটনাটি সত্যই দুঃখজনক। :(

    1. সুন্দর মন্তব্যে প্রীত হলাম। শুভেচ্ছা জানাই প্রিয়কবি।
      জয়গুরু!

  3. নারীর সম্মান দেশের সম্মান ……বাঁচাও জাতির মান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যে প্রীত হলাম। শুভেচ্ছা জানাই প্রিয়কবি।
      জয়গুরু!

  4. আমার এফবি স্ট্যাটাসে আমি সব সময়ই তীব্র নিন্দা জানিয়ে এসেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    1. সুন্দর মন্তব্যে প্রীত হলাম। শুভেচ্ছা জানাই প্রিয়কবি।
      জয়গুরু!

  5. নারীর অপমান গোটা জাতির অপমান। দেশ কি ধর্ষকদের করতলে চলে যাবে? :(

    1. সুন্দর মন্তব্যে প্রীত হলাম। শুভেচ্ছা জানাই প্রিয়কবি।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।